দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শুক্রবার প্রকাশ হওয়া সমীক্ষায় খুশির হাওয়া বিজেপি শিবিরে। অন্যদিকে সাবধানতার সংকেত কংগ্রেসকে। একটি ইংরাজি সংবাদ মাধ্যমের সঙ্গে যৌথ সমীক্ষা করেছে সি এস ডি এস, সি ভোটার অন্য একটি সমীক্ষা করেছে দেশের একটি প্রথম সারির ম্যাগাজিনের সঙ্গে। দুটি জনমত সমীক্ষায় উঠে এসেছে ২০১৪-র ভারত চাইছে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে।
শুক্রবার প্রকাশ হওয়া সমীক্ষায় খুশির হাওয়া বিজেপি শিবিরে। অন্যদিকে সাবধানতার সংকেত কংগ্রেসকে। একটি ইংরাজি সংবাদ মাধ্যমের সঙ্গে যৌথ সমীক্ষা করেছে সি এস ডি এস, সি ভোটার অন্য একটি সমীক্ষা করেছে দেশের একটি প্রথম সারির ম্যাগাজিনের সঙ্গে। দুটি জনমত সমীক্ষায় উঠে এসেছে ২০১৪-র ভারত চাইছে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে।
মে মাসে হতে চলা লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে চলেছে ২১১ থেকে ২৩১টি আসন। যারমধ্যে বিজেপির পাওয়ার সম্ভাবনা ১৮০টি আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে ইউ পি এ জোট পেতে পারে ১০৭ থেকে ১২৭টি আসন। কংগ্রেসের পক্ষে ১০০টা আসন জোটানোই কঠিন হয়ে পড়বে বলে সমীক্ষায় উঠে এসেছে।
এআউএডিএমকে, টিডিপি, টি আর এস, বি জে ডির মতো দলগুলি ৫০টির মতো আসন পেতে পারে, সেক্ষত্রে লাভ হবে মোদীর। তবে লোকসভা ভোটে আম আদমি পার্টি কোনও বড় চমক আনতে পারবে না বলে সমীক্ষায় জানা গিয়েছে।