Independence Day 2022: 'নারীশক্তির অপমান নয়,তাদের সম্মান দেশের উন্নয়নে জরুরি', প্রধানমন্ত্রী মোদী
নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, অনেক সংঘর্ষের পর স্বাধীনতা প্রাপ্তি হয়েছে বলে এদিন জানান মোদী। ৮৩ মিনিটের ভাষণে নারীদের সম্মানের প্রতিও জোর দেন তিনি। সোমবার রীতিমাফিক দিল্লি লালকেল্লা পতাকা উত্তোলন করেছেন মোদী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লালকেল্লায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি (Independence Day 2022) অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোক্ষম চাল নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লালকেল্লায় বক্তৃতার শেষ পর্যায়ে মোদীর মুখে দুর্নীতি এবং পরিবারবাদ প্রসঙ্গ। নাম না করে সোজাসুজি বিরোধীদের তোপ দাগলেন মোদী। ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াইয়ের মুখ যে তিনি এবং তাঁর বিজেপি সরকার,দেশের মানুষের সামনে স্পষ্ট সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী। নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, অনেক সংঘর্ষের পর স্বাধীনতা প্রাপ্তি হয়েছে বলে জানান মোদী। ৮৩ মিনিটের ভাষণে নারীদের সম্মানের প্রতিও জোর দেন তিনি। সোমবার রীতিমাফিক দিল্লি লালকেল্লা পতাকা উত্তোলন করেছেন মোদী।
নারীদের বিকাশ নিয়েও এদিন সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমরা নারীদের অপমান করছি। কিন্তু আমাদের নারীকে অপমান না করার প্রতিজ্ঞা নিতে হবে...। নারীকে অপমান করে এমনও যে কোনও কথা থেকে মুক্ত হওয়ার সংকল্প নিতে হবে। নারীর গৌরব রাষ্ট্রের স্বপ্নপূরণে অনেক বড় পুঁজি তৈরি হতে চলেছে। এটা আমি দেখতে পাচ্ছি। আর সে কারণেই ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছি।''
এদিন তিনি ভাষণে আরও বলেন, ভারতের মতো দেশ, যেখানে দারিদ্রের সঙ্গে লড়ছেন। একদিকে মানুষ থাকার জায়গা পাচ্ছেন না। অন্যদিকে সেই লোক যাঁদের চুরির মাল রাখার জায়গা নেই। কেউ কেউ ব্যাঙ্ক লুট করে পালিয়েছে। আমরা তাঁদের সম্পদ ফিরিয়ে আমার চেষ্টা করছি। ভ্রষ্টাচার করলে কেউ বাঁচতে পারবে না। ভ্রষ্টাচার দেশকে শেষ করছে। আমি এর বিরুদ্ধে লড়ব। আপনারা আমাকে সাহায্য করুন। আপনাদের সাহায্য পেলে আমি এর মোকাবিলা করতে পারব। কেউ কেউ এতটাই নির্লজ্জ হয়ে যান, দোষ প্রমাণিত হলেও তাঁদের নাম জপ করে। ভ্রষ্টাচারিকে সামাজিক ভাবে বয়কট করতে হবে।''
সকাল সকাল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। সেখান থেকে সোজা চলে যান লালকেল্লায়। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, স্পিকার ওম বিড়লা, সাংসদ এবং দেশ-বিদেশের অতিথিরা। সেখানে প্রথমে তিন সেনার তরফে প্রধানমন্ত্রীকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, "সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!"।