বাজারে আসছে নতুন ১০০০ টাকার নোট
পুরাতন ৫০০ আর এক হাজার টাকার নোট তুলে নিয়ে ভারত সরকার রিজার্ভ ব্যাঙ্কের সহযোগিতায় বাজারে নিয়ে আসছে নতুন ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট। প্রশ্ন ছিল, তাহলে কী আর ১০০০ টাকার নোট বলে কিছু থাকবে না ভারতে? উত্তর মিলল ৪৮ ঘণ্টা পর। কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে নতুন ১০০০ টাকার নোট। এই নোট দেখতে হবে একেবারে ভিন্ন। এর নকশাও হবে অন্যরকম। যার সঙ্গে পুরাতন ১০০০ টাকার নোটের কোনও মিল থাকবে না। এই ঘোষণা করল, ফিন্যান্স সেক্রেটারি শক্তিকান্ত দাস।
ওয়েব ডেস্ক: পুরাতন ৫০০ আর এক হাজার টাকার নোট তুলে নিয়ে ভারত সরকার রিজার্ভ ব্যাঙ্কের সহযোগিতায় বাজারে নিয়ে আসছে নতুন ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট। প্রশ্ন ছিল, তাহলে কী আর ১০০০ টাকার নোট বলে কিছু থাকবে না ভারতে? উত্তর মিলল ৪৮ ঘণ্টা পর। কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে নতুন ১০০০ টাকার নোট। এই নোট দেখতে হবে একেবারে ভিন্ন। এর নকশাও হবে অন্যরকম। যার সঙ্গে পুরাতন ১০০০ টাকার নোটের কোনও মিল থাকবে না। এই ঘোষণা করল, ফিন্যান্স সেক্রেটারি শক্তিকান্ত দাস।
In next few months Rs 1000 notes will also be brought in with a new dimension and design: Shaktikanta Das, Economic Affairs Secy pic.twitter.com/wHKYW0Wj9I
— ANI (@ANI_news) November 10, 2016
From time to time, new series of notes with new features and designs will be infused in the market: Shaktikanta Das, Economic Affairs Secy pic.twitter.com/RlK8ZGULuZ
— ANI (@ANI_news) November 10, 2016