বাজারে আসছে নতুন ১০ টাকার নোট, রয়েছে ‘চকোলেটি’ চমক

ইতিমধ্যেই ১০০ কোটি পিস নতুন নোট ছাপানো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ২০০৫ সালে শেষবার নতুন নক্সার ১০ টাকার নোট বাজারে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Updated By: Jan 4, 2018, 10:14 AM IST
বাজারে আসছে নতুন ১০ টাকার নোট, রয়েছে ‘চকোলেটি’ চমক

ওয়েবডেস্ক:  ৫০ টাকা, ২০ টাকার পর ফের বাজারে আসছে নতুন নোট। এবার ১০ টাকার নতুন  নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরও পড়ুন: ফের মুম্বইয়ে বহুতলে আগুন, বদ্ধ ঘরে ঝলসে মৃত্যু ৪ জনের

নতুন ১০ টাকার নোটে কী কী থাকবে?

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চকোলেট ব্রাউন রঙের হবে নতুন ১০ টাকার নোট। থাকবে কোণারকের সূর্য মন্দিরের ছবি। নতুন নোটের ডিজাইনে শীলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই ১০০ কোটি পিস নতুন নোট ছাপানো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ২০০৫ সালে শেষবার নতুন নক্সার ১০ টাকার নোট বাজারে এনেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরও পড়ুন: এশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন কেন্দ্রের

জাল নোটের কারবারি রুখতে গত বছরের অগাস্টেই ৫০ ও ২০০ টাকার নতুন নোট নিয়ে এসেছে বাজারে। এগুলি প্রত্যেকটিই মহাত্মা গান্ধী সিরিজের নোট। এর আগে ২০১৬তে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণাও করেন মোদী।  

.