দূরপাল্লার ট্রেনের তত্‍কাল রিজার্ভেশনে নতুন নিয়ম চালু করছে রেল

দূরপাল্লার ট্রেনের তত্‍কাল রিজার্ভেশনে নতুন নিয়ম চালু করছে রেল। এবার  AC কোচের তত্‍কাল  টিকিট যাবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত। নন AC  টিকিট মিলবে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ব্যস্ত সময়ে সার্ভারে চাপ কমাতে এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে। এর ফলে  টিকিট কাউন্টারে চাপও কমানো যাবে।

Updated By: Jun 10, 2015, 09:38 PM IST

ওয়েব ডেস্ক: দূরপাল্লার ট্রেনের তত্‍কাল রিজার্ভেশনে নতুন নিয়ম চালু করছে রেল। এবার  AC কোচের তত্‍কাল  টিকিট যাবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত। নন AC  টিকিট মিলবে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত। ব্যস্ত সময়ে সার্ভারে চাপ কমাতে এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে। এর ফলে  টিকিট কাউন্টারে চাপও কমানো যাবে।

পয়লা জুলাই এর জন্য বিজ্ঞপ্তি জারি হবে। তত্‍কাল টিকিট বাতিল করলে এবার আংশিক টাকা ফেরত দেওয়ারও নতুন নিয়ম চালু হচ্ছে। প্রেমিয়ার ট্রেনের রিজার্ভেশন টিকিট  ক্যান্সেল করলেও ফেরত পাওয়া যাবে আংশিক টাকা। এর পরিমাণ বুকিং-এর পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে।

.