করেছেন ৩০০-র বেশি এনকাউন্টার, Antilia বোমাতঙ্ক মামলায় NIA জালে প্রাক্তন পুলিসকর্তা
চিনে নিন প্রাক্তন এই এনকাউন্টার স্পেশ্য়ালিস্টকে।
![করেছেন ৩০০-র বেশি এনকাউন্টার, Antilia বোমাতঙ্ক মামলায় NIA জালে প্রাক্তন পুলিসকর্তা করেছেন ৩০০-র বেশি এনকাউন্টার, Antilia বোমাতঙ্ক মামলায় NIA জালে প্রাক্তন পুলিসকর্তা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/17/327021-encounter.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার সামনে বোমা রাখার মামলায় গ্রেফতার মুম্বই পুলিসের প্রাক্তন শীর্ষকর্তা প্রদীপ শর্মা। এনকাউন্টার স্পেশ্যালিস্ট প্রদীপ শর্মাকে আজ গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। মনসুখ হিরানি নামে এক ব্যবসায়ীকে খুনের মামলাতেও তিনি অভিযুক্ত বলে জানা গিয়েছে।
আজ সকালে অন্ধেরি ইস্ট এলাকায় প্রদীপ শর্মার বাড়িতে তল্লাশি অভিযানে যান এনআইএ-র তদন্তকারীরা। সূত্রের খবর, এই দুটি মামলায় ধৃত অন্যান্য অভিযুক্তদের থেকে প্রাপ্ত বয়ানে প্রদীপ শর্মার যুক্ত থাকার প্রমাণ মিলেছে। এছাড়া এই প্রাক্তন পুলিস কর্তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তিগত প্রমাণও হাতে পেয়েছেন তদন্তকারীরা। এর আগে দু’বার প্রদীপ শর্মাকে জিজ্ঞাসাবাদও করেছে এনআইএ। মুম্বই পুলিসের আরও এক কর্তা সচীন বাজের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রদীপ শর্মা। এই দুই কেসে মূল ষড়যন্ত্রকারী হিসেবে যাঁকে আগেই গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: বাক্সে ভেসে এল ২২ দিনের একরত্তি, 'গঙ্গা কি বেটি'র দায়িত্ব নিল Yogi সরকার
আরও পড়ুন: মুকুলের জায়গায় Swapan Dasgupta! বিজেপিতে বড় পদে রাজ্যসভার সাংসদ?
একজন সাব-ইন্সপেক্টর হিসেবে ১৯৮৩ সালে মুম্বই পুলিসে যোগ দেন প্রদীপ শর্মা। ৩০০টিরও বেশি এনকাউন্টার করেছেন তিনি। তাঁর নিজের নামে রয়েছে ১১৩টি শুটআউট। চাকরির মেয়াদ শেষের আগেই ২০১৯-এ অবসর গ্রহণ করেন তিনি। এরপর শিবসেনায় যোগ দেন। মহারাষ্ট্র বিধানসভা ভোটে নালা সোপারা কেন্দ্র থেকে শিবসেনার টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে পরাজিত হন।