জনপথে মূর্তি নয়, নির্দেশ শীর্ষ আদালতের

প্রকাশ্য রাজপথে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের কোন রকম অসুবিধা ঘটিয়ে মূর্তি বা অন্য কোনও ধরণের স্থাপত্য তৈরি করা যাবে না। আজ সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে সবকটি রাজ্যসরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রতি এই নির্দেশ দিয়েছে।

Updated By: Jan 18, 2013, 05:02 PM IST

প্রকাশ্য রাজপথে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের কোন রকম অসুবিধা ঘটিয়ে মূর্তি বা অন্য কোনও ধরণের স্থাপত্য তৈরি করা যাবে না। আজ সুপ্রিম কোর্ট একটি মামলার রায়ে সবকটি রাজ্যসরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রতি এই নির্দেশ দিয়েছে।
কন্যাকুমারী জাতীয় সড়কের উপর এক নেতার মূর্তি স্থাপনের অনুমতি দেয় কেরালা রাজ্য সরকার। কেরালা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়। সেই মামলায় বিচারপতি আর এম লোধা এবং বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই রায় শুনিয়েছে।
শীর্ষ আদালতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত যে সমস্ত জায়গায় কেরালা সরকারের পক্ষ থেকে মূর্তি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল, সেখানে মূর্তি তৈরি বন্ধ থাকবে।
শুধু কেরালা নয় রাস্তা, ফুটপাথ সহ সাধারণ মানুষের প্রয়োজনীয় কোন স্থানেই কোন রকমের স্থাপত্যের অনুমতি দিতে পারবে না আর কোনও রাজ্যই।

.