একই সময়ে আমেরিকাতে নমো-রাগা, ৬০ বছরে এই প্রথম আয়ারল্যান্ড সফরে ভারতের কোনও প্রধানমন্ত্রীর
একই সময়ে বিদেশ সফরে নমো-রাগা। ডাবলিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় রাহুল গান্ধী।
ওয়েব ডেস্ক: একই সময়ে বিদেশ সফরে নমো-রাগা। ডাবলিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকায় রাহুল গান্ধী।
সকালে বিশেষ বিমানে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজই পৌছবেন ডাবলিনে। গত ছয় দশকের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডের মাটিতে পা রাখতে চলেছেন। ডাবলিন হয়ে আগামিকালই আমেরিকা সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ছদিনের সফরে প্রথম গন্তব্য নিউইয়র্ক। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় হাজির থাকা ছাড়াও তাঁর এবারের সফরের উল্লেখযোগ্য দিক হল, আমেরিকার সঙ্গে তিনশো কোটি ডলারের সামরিক হেলিকপ্টার চুক্তি। ফেসবুকের স্রষ্টা মার্ক জুকেরবার্গের সঙ্গে বৈঠক করবেন তিনি। যাবেন গুগল ক্যাম্পাসেও।
নরেন্দ্র মোদীর সফরের সময় আমেরিকাতে রাহুল গান্ধীও। ইতিমধ্যেই তিনি আমেরিকার জন্য রওনা দিয়েছেন বলে খবর কংগ্রেস সূত্রে। তবে কর্মসূচি অনুযায়ী আগামিকাল তাঁর মার্কিন মুলুকে পৌছনোর কথা। বিহারে বিধানসভা ভোটের মুখে তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। এর আগেও সংসদে অধিবেশন চলাকালীন ছাপান্ন দিনের জন্য হদিশ পাওয়া যায়নি কংগ্রেসের যুবরাজের। তবে রাহুলের মার্কিন সফর নিয়ে প্রাথমিকভাবে দলের পক্ষ থেকে কিছু না বলা হলেও কাল জানানো হয়, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আমেরিকায় যাচ্ছেন তিনি। সম্মেলনে সময়সূচির বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। রাহুল কতদিন আমেরিকায় থাকবেন, সে ব্যাপারেও বিস্তারিত কিছু জানা যায়নি।