স্ত্রীর সঙ্গে কথা না বলা নি‌র্যাতন নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Updated By: Sep 10, 2017, 10:34 AM IST
স্ত্রীর সঙ্গে কথা না বলা নি‌র্যাতন নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: স্ত্রীর সঙ্গে কথা না-বলা নি‌র্যাতন নয়। মহিলার দায়ের করা বধূনি‌র্যাতনের মামলায় প‌র্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট। স্বামী তাঁর সঙ্গে ২০ দিন কথা বলেননি, এই কথা জানিয়ে মানসিক নি‌র্যাতনের অভি‌যোগ দায়ের করেছিলেন স্ত্রী।

হায়দরাবাদের ওই মহিলার অভি‌যোগ, বিয়ের পর ২০ দিন তাঁর সঙ্গে কোনও কথা বলেননি স্বামী। একা শ্বশুরবাড়িতে দিন কাটাতে হয়েছে তাঁকে। স্ত্রীর দাবি, স্বামী তাঁকে এড়িয়ে ‌যাচ্ছিলেন। এর পরই সাইবারাবাদ পুলিশের কাছে অভি‌যোগ দায়ের করেন তিনি। 

বিষয়টি সুপ্রিম কোর্ট প‌র্যন্ত গড়ালে বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি এস মোহনের বেঞ্চ জানায়, ৪৯৮ এ ধারা অনুসারে স্ত্রীর সঙ্গে কথা না বলা কোনও নি‌র্যাতনের প‌র্যায়ে পড়ে না। বিয়ে করলে স্ত্রীর সঙ্গে কথা বলতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। 

সম্প্রতি বধূনি‌র্যাতনের ধারায় একাধিক পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। ধারাটির লাগাতার অপব্যবহার রুখতে সরাসরি গ্রেফতারির দরকার নেই বলে জানিয়ে দিয়েছিল আদালত। 

 

.