নোট বাতিল ইস্যুতে সুর আরও চড়া, দিল্লিতে বুধবার শুরু দিদির দ্বিতীয় ইনিংস
দিল্লি ফের দিদিময়। ইস্যু, নোট বাতিল। হাতিয়ার, মানুষের ভোগান্তি। কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, আরও একবার দিল্লি দাপাতে তৈরি দিদি। এবার আক্রমণ আরও ধারালো। সুর আরও চড়া।
![নোট বাতিল ইস্যুতে সুর আরও চড়া, দিল্লিতে বুধবার শুরু দিদির দ্বিতীয় ইনিংস নোট বাতিল ইস্যুতে সুর আরও চড়া, দিল্লিতে বুধবার শুরু দিদির দ্বিতীয় ইনিংস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/22/71055-mamata.jpg)
ব্যুরো: দিল্লি ফের দিদিময়। ইস্যু, নোট বাতিল। হাতিয়ার, মানুষের ভোগান্তি। কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, আরও একবার দিল্লি দাপাতে তৈরি দিদি। এবার আক্রমণ আরও ধারালো। সুর আরও চড়া।
ফের দিল্লিতে দিদি, কেন্দ্রবিরোধী সুর আরও চড়া
দিল্লি দাপাতে ফের তৈরি দিদি। ফের প্রস্তুত, মোদী বিরোধী অভিযানে। সেকেন্ড ইনিংস, আরও তীব্র। আরও শানিত। গত সপ্তাহেই নোট বাতিল ইস্যুতে একাই রাজধানীর বুকে ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি ভবন অভিযান। তাঁরই নেতৃত্বে। কংগ্রেস সহ গুরুত্বপূর্ণ বিবোধী দলগুলি, বিরোধিতার কথা বলেও শেষপর্যন্ত আসেনি, তবুও দমানো যায়নি তৃণমূল নেত্রীকে। দিল্লি দাপিয়ে ফিরে এলেও, কমেনি আক্রমণের ঝাঁঝ। মঙ্গলবার ফের পাড়ি দিলেন দিল্লি। রাজ্যে তিন কেন্দ্রে উপনির্বাচনে বিপুল জয়ের অক্সিজেন নিয়ে। তার আগে নবান্নে বসে, আরও একবার জেহাদ ঘোষণা করেন মোদী সরকারের বিরুদ্ধে।
কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা
মুখ্যমন্ত্রীর বক্তব্য, "তিন উপনির্বাচনের ফলাফল মানুষের গণবিদ্রোহের রায়। হিটলারি কায়দায় কেন্দ্রীয় সরকার চলছে। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। মন্তেশ্বর, কোচবিহার, তমলুকে তৃণমূলের জয়ের ব্যবধান অনেক বেড়েছে। আমি দিল্লি যাচ্ছি। মানুষকে যেন রিলিফ দেয়, সেই দাবি তুলব। "নোটকাণ্ডে আন্দোলন জোরদার করতে বুধবার থেকে সংসদ চত্বরে ধরনায় বসছেন বিরোধী ২০০ জন সাংসদ। ধরনার পর যন্তরমন্তরে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী।
আন্দোলন শুধু দিল্লিতে নয়, প্রতিবাদ বিক্ষোভ হবে এ রাজ্যেও। বুধবার কলকাতায় পথে নেমে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভ হবে প্রতিটি জেলায়, ব্লকে। জাতীয় রাজনীতিতে তৃণমূলের ক্ষমতা দেখাতে মরিয়া দিদি। একবার নয়, তাই বারবার দিল্লি অভিযান। কলকাতা থেকে দিল্লি পৌছে, যন্তরমন্তরে ধরনা দিয়ে, সরাসরি কেন্দ্রকে চ্যালেঞ্জ। কে আসবে, কে পাশে থাকবে তা নিয়ে ভাবনা নেই। প্রয়োজনে একলা লড়াইয়ের ডাক। ওদিকে আবার রাজনীতির কৌশলে, এনডিএ শিবিরেরই ঘর ভেঙে শিবসেনাকে পাশে নিয়ে আসা। জাতীয় রাজনীতিতে এবার নতুন ট্রেন্ড সেট করার পথে বাংলার মুখ্যমন্ত্রী। যা ঘিরে ব্যাটলগ্রাউন্ড, দিল্লি।