এখন ই-মেলের মাধ্যমে ধরিয়ে দেওয়া যাবে কালো টাকার কারবারিদের
আপনিই এখন ধরিয়ে দিতে পারেন কালো টাকার কারবারিদের। হ্যাঁ, আজই কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া জানিয়ে দিলেন যে, দেশের যে কোনও নাগরিকই একটি নির্দিষ্ট ই-মেল আইডি-তে মেল করে জানিয়ে দিতে পারেন কালো টাকার কারবারিদের নাম, ধাম এবং কীর্তিকলাপ।
![এখন ই-মেলের মাধ্যমে ধরিয়ে দেওয়া যাবে কালো টাকার কারবারিদের এখন ই-মেলের মাধ্যমে ধরিয়ে দেওয়া যাবে কালো টাকার কারবারিদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/16/73266-email.jpg)
ওয়েব ডেস্ক: আপনিই এখন ধরিয়ে দিতে পারেন কালো টাকার কারবারিদের। হ্যাঁ, আজই কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া জানিয়ে দিলেন যে, দেশের যে কোনও নাগরিকই একটি নির্দিষ্ট ই-মেল আইডি-তে মেল করে জানিয়ে দিতে পারেন কালো টাকার কারবারিদের নাম, ধাম এবং কীর্তিকলাপ।
আরও পড়ুন- নোট বাতিলের পর এবার 'অপারেশন বেনামি সম্পত্তি'
blackmoneyinfo@incometax.gov.in এই আইডিতে মেল পাঠালেই সেই অভিযোগ খতিয়ে দেখে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষে। এমনকি কোনও ব্যক্তি যদি নোট বাতিলের আবহে কালো টাকা দিয়ে কোনও সম্পত্তি কিনে নিয়ে অবস্থা সামলাতে যায়, তাহলেও অভিযোগ জানানো যাবে এই ই-মেল আইডি-তে। প্রসঙ্গত, আজই প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে তাঁর সরকার কালো টাকার কারবারিদের ধরতে বেনামি সম্পত্তির মালিকদের আতস কাঁচের নীচে নিয়ে আসবে।