শহরে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৫০০ পার, সম্পূর্ণ লকডাউনের পথে বেঙ্গালুরু!
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামালু বলেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে সরকারকে হয়তো শহরে লকডাউন ঘোষণা করতে হতে পারে
![শহরে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৫০০ পার, সম্পূর্ণ লকডাউনের পথে বেঙ্গালুরু! শহরে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৫০০ পার, সম্পূর্ণ লকডাউনের পথে বেঙ্গালুরু!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/24/257510-2.gif)
নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ইয়েদুরাপ্পা যেভাবে করোনা মোকাবিলা করছেন তাতে কিছুদিনের মধ্যেই বেঙ্গালুরু ব্রাজিল হয়ে যাবে।
আরও পড়ুন-১৪ এপ্রিলের আগে বুক করা টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা, ঘোষণা রেলের
করোনা সংক্রমণের দিক থেকে দেখতে গেলে কর্ণাটকের রাজধানী শহরের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থার দিকেই এগোচ্ছে। ইতিমধ্যেই সেখানে ,কনটেনমেন্ট জোনের সংখ্যা ৫০০ পার করেছে। রাজ্যে মৃতের সংখ্যা ১৫০, আক্রান্ত তিন হাজার পার করেছে। এখন টেস্ট যত বাড়বে আক্রান্তের সংখ্যা ততই বাড়বে।
রাজ্য প্রশাসনের হিসেব অনুযায়ী বেঙ্গালুরুতেই কনটেনমেন্ট জোনের সংখ্যা ৫০১। আনলক হওয়ার পরই সংক্রমণ লাফিয়ে বেড়েছে বলে মনে করছে রাজ্য প্রশাসন। পরিস্থিতির কথা মাথায় রেখে শহরে সম্পূর্ণ লকডাউনের কথা ভাবা হচ্ছে।
শহরে কনটেনমেন্ট জোন নির্বাচন করার ব্যাপারে অত্যন্ত কড়া প্রশাসন। যে রাস্তায় কোনও বাড়ির একজন করোনা পজিটিভ সেই রাস্তাকে কনটেনমেন্ট জোনের আওতায় ফেলা হচ্ছে। যে ফ্ল্যাটের কোনও এক জন পজিটিভ সেই ফ্ল্যাটের ওপরের তলা ও নীচের তলাকে কনটেনমেন্ট জোন হিসেবে ধরা হচ্ছে।
আরও পড়ুন-আত্মহত্যার কথা ভাবেনি অমিত, সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুনের ছক!
মঙ্গলবার কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামালু বলেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে সরকারকে হয়তো শহরে লকডাউন ঘোষণা করতে হতে পারে। এনিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে। করোনা কেসের সংখ্যা বাড়লে তা মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে। সেক্ষেত্রে লকডাউনের পথেই হাঁটতে হতে পারে প্রশাসন।