প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির গুজব মৃত্যুতে স্কুল ছুটি
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির মৃত্যুর গুজবে গোটা স্কুল ছুটি। ঘটনাটি ঘটে ওড়িশার বালাসোর জেলার এক প্রাইমারি স্কুলে।
ওয়েব ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির মৃত্যুর গুজবে গোটা স্কুল ছুটি। ঘটনাটি ঘটে ওড়িশার বালাসোর জেলার এক প্রাইমারি স্কুলে।
সেই স্কুলের প্রধান শিক্ষকের অনুমতিতেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে নীরবতা পালন করে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী সহ অন্যান্য শিক্ষকরা। তারপর স্কুল ছুটি ঘোষণা করা হয়। ভুল খবরে এইরকম সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাসকের দারস্থ হয়।
জেলা শাসক সনাতন মল্লিক জানান, দাসকে (শিক্ষক) ইতিমধ্যে সরানো হয়েছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।" কয়েকদিন আগে প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের জীবদ্দশায় শোকজ্ঞাপন করেন ঝড়খণ্ডের শিক্ষামন্ত্রী।