Christmas Weekend: ওমিক্রন আতঙ্ক গ্রাস করছে বিশ্বকে, ফের বন্ধ হতে চলেছে উড়ান পরিষেবা
বিশ্বজুড়ে বাণিজ্যিক এয়ারলাইনগুলি সপ্তাহান্তে প্রায় সাড়ে চার হাজার উড়ান বাতিল করেছে।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়েই দাপট বেড়েছে ওমিক্রনের। করোনার নয়া প্রজাতি হানায় ফের বিপর্যস্ত ব্রিটেন, আমেরিকা-সহ ইউরোপ, এশিয়ার একাদিক দেশ। এদিকে ক্রিস্টমাস ও নতুন বছর উপলক্ষে সব দেশেই উৎসবের মরসুম। বাড়ছে করোনার দৈনিক সংক্রমণও। এই প্রেক্ষাপটে এবার বিশ্বজুড়ে বাণিজ্যিক এয়ারলাইনগুলি সপ্তাহান্তে প্রায় সাড়ে চার হাজার উড়ান বাতিল করল।
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট FlightAware.com-এর রিপোর্ট অনুসারে, ক্রিসমাস ইভের আগে শুক্রবার বিশ্বব্যাপী প্রায় ২৪০১টি উড়াল বাতিল হয়েছে। প্রায় ১০ হাজার ফ্লাইট অনেক দেরিতে ছেড়েছে। ওয়েবসাইটে এও দেখা গিয়েছে, ক্রিস্টমাসের দিনে মোট ১৭৭৯টি ফ্লাইট বন্ধ করা হয়েছে। এর মধ্যে রবিবার রয়েছে ৪০২টি ফ্লাইট।
তথ্য থেকে এও জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এবং দেশের মধ্যে বা বাইরে বাণিজ্যিক বিমান চলাচল সপ্তাহান্তে সমস্ত বাতিল মোট ফ্লাইটের এক চতুর্থাংশেরও বেশি। এদিকে, সপ্তাহান্তে এমন ফ্লাইট বাতিল নিয়ে ইউনাইটেড এয়ারলাইনস এবং ডেল্টা এয়ার লাইনস জানিয়েছে কোভিড সংক্রমণের জেরে তাঁদের কর্মী ঘাটতি রয়েছে। ফলস্বরূপ এক প্রকার বাধ্য হয়েই ফ্লাইট বাতিল করতে হয়েছে।
আরও পড়ুন, IAF MiG-21 Crash: ফের ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত পাইলট
সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণ বেড়েছে ওমিক্রনের কারণে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় তিন-চতুর্থাংশ এবং কিছু এলাকায় ৯০ শতাংশের এর মতো সংক্রমণ ছড়িয়েছে। রয়টার্সের তথ্য অনুসারে, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংখ্যা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।
শুধুমাত্র নিউইয়র্কেই শুক্রবার ৪৪ হাজার আক্রান্ত হয়েছে। যা আগের সব দৈনিক রেকর্ড ভেঙে দিয়েছে। ইন্ডিয়ানা, ওহাইও এবং মিশিগানের মতো এলাকাতেও বাড়ছে কোভিড।