আশঙ্কা, অচিরেই ১০০টাকা ছাড়াচ্ছে কেজি প্রতি পেঁয়াজের দাম
পেঁয়াজের দামের ঝাঁঝে আপামর ভারতবাসীর চোখের জলে বন্যা আসা এখন সময়ের অপেক্ষা।
![আশঙ্কা, অচিরেই ১০০টাকা ছাড়াচ্ছে কেজি প্রতি পেঁয়াজের দাম আশঙ্কা, অচিরেই ১০০টাকা ছাড়াচ্ছে কেজি প্রতি পেঁয়াজের দাম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/08/24/41762-onions.gif)
ওয়েব ডেস্ক: পেঁয়াজের দামের ঝাঁঝে আপামর ভারতবাসীর চোখের জলে বন্যা আসা এখন সময়ের অপেক্ষা।
মিনিয়াম এক্সপোর্ট প্রাইস বাড়িয়েছে কেন্দ্র। দেশের বাজারে পেঁয়াজ সরবারহ বৃদ্ধি করতে মত দিয়েছে আমদানিতে। কিন্তু তাতেও একটুও বদলাচ্ছে না পরিস্থিতি। কমার বদলে গেরস্থর হেঁসেলে উদ্বেগ বাড়িয়ে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম।
দিল্লিতে এই মুহূর্তে এক কেজি পেঁয়াজ কিনতে গেলে খসাতে হচ্ছে ৮০টাকা। গত তিন সপ্তাহে যে হারে বেড়েছে পেঁয়াজের দাম, অনুমান করা হচ্ছে অচিরেই এই দাম ১০০ ছাড়িয়ে যাবে। প্রয়োজনের তুলনায় জোগান কম। এই খারিফ ফসলের ফলনের জন্য মহারাষ্ট্রের চাষিরা এখন বৃষ্টি প্রত্যাশী।
মহারাষ্ট্রেই ১ কেজি পেঁয়াজ বিকোচ্ছে ৫৭ টাকায়।
দেশীয় বাজারে জোগান বাড়াতে রফতানি কমাতে চাইছে কেন্দ্র সরকার। শনিবারই পেঁয়াজের এমইপি বাড়িয়ে ৭০০ মার্কিন ডলার প্রতি টন করা হয়েছে।
প্রাথমিকভাবে পর্যাপ্ত বৃষ্টির অভাব এবং প্রকৃতির খেয়ালে অসময়ে বৃষ্টি, এই দুইয়ের জেরেই দেশ জুড়ে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে পেঁয়াজের ফলন।