রেল ও সরকারি পরিবহনে ১৫ ডিসেম্বর পর্যন্ত 'সচল' পুরনো ৫০০
কালো টাকা সাদা করার ছক নাকি ইতিমধ্যেই 'আবিষ্কার' করে নিয়েছে কালো বাজারিরা। তাই যত ফাঁক-ফোঁকর ছিল এতদিন পর্যন্ত, তা এবার পুরোপুরি বন্ধ করতে কোমর বেধে নেমেছে কেন্দ্রে সরকার। বিমানের টিকিট কেটে কালো টাকা সাদা করার পদ্ধতি বন্ধ করতে এবারে আরও কড়া দাওয়াই, '৩ তারিখ থেকে বিমানের টিকিট কিনতে হলে নতুন নোটে লেনদেন করতে হবে, চলবে না পুরনো ৫০০'। শুধু বিমান পরিষেবাই নয়, এতদিন পেট্রোল পাম্পে চলছিল পুরনো ৫০০, ৩ তারিখ থেকে সেটাও বন্ধ। ছাড় কেবল রেল ও সরকারি পরিবহনের ক্ষেত্রেই। ১৫ ডিসেম্বর পর্যন্ত রেল এবং সরকারি পরিবহনে লেনদেন করা যাবে পুরনো ৫০০ টাকার নোটে। আরও পড়ুন- 'নোট বাতিলে'র ধাক্কায় কমবে বেতন বৃদ্ধির হার!
ওয়েব ডেস্ক: কালো টাকা সাদা করার ছক নাকি ইতিমধ্যেই 'আবিষ্কার' করে নিয়েছে কালো বাজারিরা। তাই যত ফাঁক-ফোঁকর ছিল এতদিন পর্যন্ত, তা এবার পুরোপুরি বন্ধ করতে কোমর বেধে নেমেছে কেন্দ্রে সরকার। বিমানের টিকিট কেটে কালো টাকা সাদা করার পদ্ধতি বন্ধ করতে এবারে আরও কড়া দাওয়াই, '৩ তারিখ থেকে বিমানের টিকিট কিনতে হলে নতুন নোটে লেনদেন করতে হবে, চলবে না পুরনো ৫০০'। শুধু বিমান পরিষেবাই নয়, এতদিন পেট্রোল পাম্পে চলছিল পুরনো ৫০০, ৩ তারিখ থেকে সেটাও বন্ধ। ছাড় কেবল রেল ও সরকারি পরিবহনের ক্ষেত্রেই। ১৫ ডিসেম্বর পর্যন্ত রেল এবং সরকারি পরিবহনে লেনদেন করা যাবে পুরনো ৫০০ টাকার নোটে। আরও পড়ুন- 'নোট বাতিলে'র ধাক্কায় কমবে বেতন বৃদ্ধির হার!