লোকসভায় 'সোনিয়াতন্ত্রের' বিস্ফোরক অভিযোগ সুষমার

লোকসভায় বিরোধী দল নেত্রী সুষমা স্বরাজ আজ ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ আনলেন। আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী মন্তব্য করেছেন লোকসভায় সোনিয়া কংগ্রেসের সাংসদের তাঁর বক্তব্যে বাধা দেওয়ার জন্য উসকানি দিয়েছেন। তিনি সোনিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন, ``সোনিয়া গান্ধী যা চান সেটাই লোকসভায় হয়।``

Updated By: Apr 30, 2013, 07:33 PM IST

লোকসভায় বিরোধী দল নেত্রী সুষমা স্বরাজ আজ ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ আনলেন। আজ সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী মন্তব্য করেছেন লোকসভায় সোনিয়া কংগ্রেসের সাংসদের তাঁর বক্তব্যে বাধা দেওয়ার জন্য উসকানি দিয়েছেন। তিনি সোনিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন, ``সোনিয়া গান্ধী যা চান সেটাই লোকসভায় হয়।``
ক্ষুব্ধ সুষমা বলেছেন, লোকসভায় কংগ্রেস সভাপতি কোনও রকম গণতান্ত্রিক পরিবেশের ধার ধারেন না। তবে শুধু সোনিয়া গান্ধী নন সুষমা তোপ দেগেছেন লোকসভার স্পিকার মীরা কুমাররের বিরুদ্ধেও। তিনি জানিয়েছে, যখন কংগ্রেস সাংসদরা তাঁর বক্তব্য পেশের সময় ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছিলেন সেই সময় স্পিকার তাঁদের বিন্দুমাত্র বাধা দেননি।
এই ঘটনার প্রতিবাদে স্পিকারের ডাকা কোনও সভায় বিজেপি আর যোগ দেবে না বলে জানিয়েছেন সুষমা। এমনকি বাজেট অধিবেশন চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথের ডাকা মিটিংয়েও বিজেপি থাকবে না বলে জানিয়েছেন তিনি। সুষমা স্বরাজের সাংবাদিক সম্মেলনের পর কংগ্রেসের নেত্রী রেণুকা চৌধুরি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে সুষমার এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন।

.