বিরোধী জোটের বৈঠক গুলাম নবি আজাদের বাড়িতে
সংসদে সমন্বয় গড়ে তুলতে আজ দিল্লিতে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের বাড়িতে বৈঠক করলেন বিরোধীরা। বৈঠকে ছিলেন কংগ্রেসের আনন্দ শর্মা, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও জেডিইউর শরদ যাদব। তবে এদিনের বৈঠকে বামেদের তরফে কেউ ছিলেন না। সোমবার সকালে ফের বৈঠকে বসবেন বিরোধীরা।
![বিরোধী জোটের বৈঠক গুলাম নবি আজাদের বাড়িতে বিরোধী জোটের বৈঠক গুলাম নবি আজাদের বাড়িতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/19/70785-azad.jpg)
ওয়েব ডেস্ক: সংসদে সমন্বয় গড়ে তুলতে আজ দিল্লিতে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের বাড়িতে বৈঠক করলেন বিরোধীরা। বৈঠকে ছিলেন কংগ্রেসের আনন্দ শর্মা, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও জেডিইউর শরদ যাদব। তবে এদিনের বৈঠকে বামেদের তরফে কেউ ছিলেন না। সোমবার সকালে ফের বৈঠকে বসবেন বিরোধীরা।
আরও পড়ুন- কেন্দ্র কি নোট বদল বন্ধ করে দেবে? অর্থমন্ত্রকের অলিগলিতে শোনা যাচ্ছে গুঞ্জন
এদিকে, নোট ইস্যুতে সোমবার থেকেই উত্তাল হতে পারে সংসদ। সাংসদদের জন্য হুইপ জারি করল তৃণমূল কংগ্রেস। সোমবার থেকে গোটা সপ্তাহ লোকসভা ও রাজ্যসভায় দলের প্রতিটি সদস্যকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যসভার সাংসদদের জন্য হুইপ জারি করেছে বিজেপিও। সোমবার থেকে তিনদিন রাজ্যসভার সব সাংসদকে হাজির থাকার নির্দেশ দিটেছে বিজেপি।