আগামী ৫ বছরে টেলিকম সেক্টরে ১ কোটি চাকরি, জানাল টিএসএসসি

এমনটাই জানাল টেলিকম সেক্টর স্কিল কাউন্সিল

Updated By: Mar 26, 2018, 12:27 PM IST
আগামী ৫ বছরে টেলিকম সেক্টরে ১ কোটি চাকরি, জানাল টিএসএসসি

নিজস্ব প্রতিবেদন: টেলিকম সেক্টরে বিপুল কাজের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাল টেলিকম সেক্টর স্কিল কাউন্সিল।

সম্প্রতি ৯০ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল। তার পরে এত কাজের সু‌যোগ এল টেলিকম সেক্টর থেকে। টিএসএসসি-র সিইও এস পি কোচার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বর্তমানে টেলিকম সেক্টরে কাজ করছেন ৪০ লাখ মানুষ। এবার আগামী ৫ বছরে ওই সেক্টারে ১ কোটি চাকরির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি টেলিকম সেক্টরে কাজের বাজারে কিছুটা মন্দা চলছে। কিন্তু মেসিন টু মেসিন কমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, পরিকাঠামোগত ক্ষেত্রে ওই বিপুল সংখ্যক লোককে কাজের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কোচার।

আরও পড়ুন-চৈত্রে বর্ষার মেজাজ, আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

কোচার আরও জানিয়েছেন, টেলিকম সেক্টারে মানুফ্যাকচারিং ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতে। কিন্তু প্র‌যুক্তিগত উন্নতির সঙ্গে বহু কর্মী কাজ চলে ‌যাওয়ার অতঙ্কে ভুগছেন। এদের সাহা‌য্য করতেই এগিয়ে আসছে টিএসএসসি। টেলিকম সেক্টরের বিভিন্ন কাজের জন্য বেশকিছু প্রশিক্ষিত কর্মী তৈরি করতে চলেছে তারা। দেশের একাধিক টেলিকম কোম্পানিও চাইছে দেশে এমনকিছু প্রতিষ্ঠান তৈরি হোক ‌যেখান থেকে প্রশিক্ষিত কর্মী মিলবে।

.