আইএনএক্স মিডিয়া মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেও আপাতত ইডি হেফাজতেই চিদম্বরম
গত সপ্তাহের প্রথম দিকে আইএনএক্স মিডিয়া মামলায় টানা ২ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় চিদম্বরমকে
নিজস্ব প্রতিবেদন: কিছু হলেও স্বস্তি। সিবিআইয়ের করা আইএনএক্স মিডিয়া মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। কবে জট কাটছে না এখনই। আইএনএক্স মিডিয়া সংক্রান্ত অন্য একটি মামলায় আগামী ২৪ অক্টোবর প্রর্যন্ত ইডির হেফাজতেই থাকতে হচ্ছে চিদম্বরমকে।
আরও পড়ুন-দেশজুড়ে আজ ধর্মঘটে সামিল ২ ব্যাঙ্ক কর্মচারী সংগঠন, হয়রানির আশঙ্কা গ্রাহকদের
মঙ্গলবার সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়ে দেয়, অন্য কোনও মামলায় গ্রেফতার করা না হলে চিদম্বরমকে জামিন দেওয়া যেতেই পারে। এক্ষেত্রে ১ লাখ টাকা বন্ড দিতে হবে। পাশাপাশি জেরার জন্য হাজিরা দিতে হবে তাঁকে।
Supreme Court grants bail to Congress leader P Chidambaram in the INX Media case registered by the CBI. pic.twitter.com/gtyy6RnXu9
— ANI (@ANI) October 22, 2019
উল্লেখ্য, দিল্লির রৌস অ্যাভিনিউয়ের আদালতে আইএনএক্স মিডিয়া মামলার চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে উল্লেখ করা হয় চিদম্বরম, তাঁর ছেলে কার্তি, পিটার মুখোপাধ্যায় ও বর্তমান নীতি আয়োগের সিইও সিন্ধুশ্রী খুল্লারের নাম।
গত সপ্তাহের প্রথম দিকে আইএনএক্স মিডিয়া মামলায় টানা ২ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় চিদম্বরমকে। ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে রয়েছেন চিদম্বরম।
আরও পড়ুন-‘একজন অভিজ্ঞ ও দক্ষ সংগঠক’, অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদীর
উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ মে আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে একটি মামলা করে সিবিআই। অভিযোগ ছিল বিদেশ থেকে বিনিয়োগ আনার ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্ট বোর্ডের নিয়ম ভেঙেছে কোম্পানি। ২০০৭ সালে চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ৩০৫ কোটি টাকা আনে আইএনএক্স মিডিয়া। কিন্তু মাত্র ৪.৬২ কোটি টাকা নেওয়ার অনুমতি ছিল তাদের। সেক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয় চিদম্বরমের মন্ত্রক থেকে।