ফের সীমান্ত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ পাকিস্তানের

ফের জম্মু কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান।

Updated By: Aug 17, 2014, 07:21 PM IST
ফের সীমান্ত সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ পাকিস্তানের

ওয়েব ডেস্ক: ফের জম্মু কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গত ন দিনে এই নিয়ে দশ বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। পুঞ্চের হামিরপুরে আজ সকাল ৮টা ৪০ নাগাদ গুলিবর্ষণ করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনীও। এর আগে রাত দুটো নাগাদ জম্মুর আরএস পুরা ও আরনিয়ায় ভারতীয় আউট পোস্ট লক্ষ করে হামলা চালায় পাক সেনা। আরএস পুরায় পাক বাহিনী মর্টার হামলা করেছে বলে জানা গিয়েছে। সেনা ছাউনির বাইরে বসতি অঞ্চলেও হামলা হয়েছে।

গত বুধবার, অনুপ্রবেশ নিয়ে মোদীর কড়া মন্তব্যের একদিন পরেই গুলি চলল সীমান্তে। জম্মুর সীমান্ত লাগোয়া ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাকিস্তান। সংবাদসংস্থাকে এক সেনা আধিকারিক জানিয়েছেন, ""আর এস পুরা সেক্টরের আরনিয়ায় পাকিস্তানি রেঞ্জাররা গুলি চালিয়েছে।'' মঙ্গলবার রাত ও বুধবার সকালে গুলি চলেছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

পাকিস্তানের নিশানায় বি এস এফের ছাউনিগুলি। গতকাল রাত ১১টা ৫৫ থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। রাত ১টা নাগাদ গুলি চালানো বন্ধ হলেও, সকাল থেকেই তা আবার শুরু হয়ে গিয়েছে। এখনও গুলির লড়াই চলছে।

পাকিস্তানের হামলার জবাবও দিচ্ছে ভারত। সীমান্ত লাগোয়া অঞ্চলে সেনার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

 

.