শরিফের পানামার মতো রাফালে ফেঁসে গিয়েছেন মোদী: পাক মন্ত্রী

রাফাল থেকে মুখ বাঁচাতে পাকিস্তানকে নিশানা করছে মোদী সরকার, দাবি ইমরানের খানের মন্ত্রীর।

Updated By: Sep 24, 2018, 07:38 PM IST
শরিফের পানামার মতো রাফালে ফেঁসে গিয়েছেন মোদী: পাক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: রাফাল নিয়ে বিজেপি-কংগ্রেসের লড়াইয়ের মাঠে মওকা বুঝে অবতীর্ণ হল পাকিস্তান। রাফাল যুদ্ধবিমান নিয়ে ফের একবার নরেন্দ্র মোদীর সরকারকে নিশানা করল ইসলামাবাদ। রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারত বাতিল করে দেওয়ার পর গোঁসাঘরে পড়শি দেশ। আর সে কারণেই রাফাল নিয়ে দ্বিতীয় বার মোদী সরকারকে খোঁচা দিল তারা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রক পর্যায়ের বৈঠকের আবেদন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর আবেদনে সাড়া দেয় নয়াদিল্লি। রাষ্ট্রসঙ্ঘের বৈঠকের ফাঁকে সংলাপে সম্মত হয় বিদেশমন্ত্রক। তবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার স্পষ্ট করেন, পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরু হচ্ছে। তবে পরেরদিনই বৈঠক বাতিল করে ভারত। নয়াদিল্লি জানায়, সীমান্তে ভারতীয় জওয়ানকে নৃশংসভাবে খুন করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। বুরহান ওয়ানির মতো জঙ্গিকে নিয়ে পোস্টাল স্ট্যাম্প ছাপছে সে দেশে। ইমরান খানের আসল চেহারা বেরিয়ে পড়েছে।               

ভারতের এই অবস্থানে তেলেবেগুনে জ্বলে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, রাফালের বিলিয়ন ইউরোর দুর্নীতি থেকে মুখ বাঁচাকে পাকিস্তানকে চাপ দেওয়ার চেষ্টা করছে ভারত সরকার। তিনি আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পানামার কেলেঙ্কারির মতো রাফালে দুর্নীতিতে ফেঁসে গিয়েছেন নরেন্দ্র মোদী। এর আগে রাহুল গান্ধীর টুইট রিটুইট করে মোদীকে বিঁধেছিলেন ফাওয়াদ। 

প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যাদঁকে উদ্ধৃত করে একটি ফরাসি সংবাদমাধ্যম দাবি করেছিল, রিলায়্যান্সকে বেছে নেওয়ার পিছনে ফ্রান্সের হাত ছিল। অনিল অম্বানির সংস্থার নাম প্রস্তাব করেছিল নয়াদিল্লি। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যকে হাতিয়ার করে ফের মোদীকে আক্রমণে নেমে পড়েন কংগ্রেস সভাপতি। রাহুলের অভিযোগ, রাফাল বিমান কেনায় বড়সড় দুর্নীতি হয়েছে। টুইটারে লেখেন, ভারতীয় প্রতিরক্ষাবাহিনীতে ১৩০ কোটি টাকার সার্জিক্যাল স্ট্রাইক করেছেন অনিল অম্বানি ও প্রধানমন্ত্রী। শহিদদের আত্মত্যাগের অপমান করেছেন মোদী।লজ্জা হওয়া উচিত আপনার। রাহুলের এই টুইটটি রিটুইট করেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ হুসেন।   

এরপরই রাহুলকে নিশানা করে অমিত শাহ টুইট করেন, রাহুল গান্ধী বলছেন, মোদী হঠাও। পাকিস্তানও বলছে, মোদী হঠাও। রাহুলের ভিত্তিহীন অভিযোগকে সমর্থন করছেন পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্তর্জাতিক মহাজোট করছেন রাহুল গান্ধী?                    

ফ্রাসোয়াঁ ওল্যাদেঁর বক্তব্যকে সমর্থন করেনি বর্তমান ফ্রান্স সরকার ও ফরাসি বিমান নির্মাণকারী সংস্থা দ্যাসো। তাঁদের দাবি, রিলায়্যান্সকে বেছে নিয়েছে তারাই। ফ্রান্স সরকার জানায়, সমঝোতায় রিলায়্যান্সকে অংশীদার হিসেবে নেওয়ার পিছনে তাদের কোনও ভূমিকা নেই। চাপের মুখে নিজের আগের বক্তব্য থেকে পিছু হটেন অল্যাদঁ। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৫৮,০০০ কোটি টাকার যুদ্ধবিমান চুক্তিতে রিলায়্যান্সকে অংশীদার করেছিল দ্যাসো। ২০১২ সালে ইউপিএ জমানায় দুই সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

আরও পড়ুন- আয়ুষ্মান ভারত প্রকল্পে ২ লক্ষ বেকারের কর্মসংস্থান!

.