পাকিস্তানের সংঘর্ষ বিরতির জবাব দিল ভারত; সীমান্তে নিকেশ ৫ পাক সেনা জওয়ান
সীমান্তে অশান্তি অব্যহত। এবার পাক সেনার আক্রমণের কড়া জবাব দিল ভারত। কাশ্মীরের নওসেরা ও কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাক সেনার পাঁচ জওয়ানকে নিকেশ করল ভারত। ঘটনায় আহত হয়েছে আরও ৬জন বলে খবর।
![পাকিস্তানের সংঘর্ষ বিরতির জবাব দিল ভারত; সীমান্তে নিকেশ ৫ পাক সেনা জওয়ান পাকিস্তানের সংঘর্ষ বিরতির জবাব দিল ভারত; সীমান্তে নিকেশ ৫ পাক সেনা জওয়ান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/01/86838-dlfkjfdkkdfkfdkfdkdk.jpg)
ওয়েব ডেস্ক : সীমান্তে অশান্তি অব্যহত। এবার পাক সেনার আক্রমণের কড়া জবাব দিল ভারত। কাশ্মীরের নওসেরা ও কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাক সেনার পাঁচ জওয়ানকে নিকেশ করল ভারত। ঘটনায় আহত হয়েছে আরও ৬জন বলে খবর।
আজ সকাল থেকেই দফায় দফায় অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘণ করে পাকিস্তান সেনা। বার বার সেই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় সেনা বাহিনীর পক্ষ থেকে। কোনও ভাবেই সেই কথায় কান না দেওয়ার পর অবশেষে ভারতের তরফ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়।
২৬ মে পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম(BAT)-এর কয়েকজন সদস্য সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। উরির এই ঘটনায় অবশেষে দুই অনুপ্রবেশকারীকে নিকেশ করে ভারতীয় সেনা।
আরও পড়়ুন- জম্মু ও কাশ্মীর: পুঞ্চে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নাথিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ জঙ্গি