অফিসে কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র, দেখে নিন একনজরে
কোনও কর্মীর কোভিড উপসর্গ দেখা দিলে তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের ওপরে নজর রাখতে হবে
![অফিসে কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র, দেখে নিন একনজরে অফিসে কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র, দেখে নিন একনজরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/19/251210-5.gif)
নিজস্ব প্রতিবেদন: লকডাউন চললেও বহু অফিস এখনও খোলা। আবার ১৭ মে-র পর শর্তসাপেক্ষে গুটিকয় রাজ্যে খুলছে অফিস। কেন্দ্র সরকারের বহু অফিসই খোলা। এরকম এক অবস্থায় অফিসের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রে পার্সোন্যাল মিনিস্ট্রি।
কী রয়েছে ওই নির্দেশিকায়
# মাস্ক পরতেই হবে। বাইরে বের হলে তো মাস্ক মাস্ট।
# ওয়ার্ক ফ্রম হোম যতটাসম্ভব চালু করতে হবে।
# থার্মাল স্ক্যানিং, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কর্মীদের জন্য তার ব্যবস্থা করতে হবে অফিসকেই।
আরও পড়ুন-আরও কাছে ঘূর্ণিঝড়, আমফানের দাপটে বৃষ্টি শুরু হয়ে গেল রাজ্যে
# বারবার অফিস স্যানিটাইজ করতে হবে।
# পান, গুটকা খেয়ে থুথু ফেললে শাস্তি।
# অফিসে থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
# কর্মীদের তাদের শরীরের ওপরে নজর রাখতে হবে। অসুস্থ হলেই খবর দিতে হবে।
# কোনও রকম ফ্লু হলে অফিস আসা যাবে না।
# কনটেইমেন্ট জোনে থাকা কর্মীদের অফিসে আনা যাবে না।
আরও পড়ুন-Live: লকডাউন ৪.০-এর মধ্যেই ভারতে ১ লক্ষ পার হল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা
অফিসে কেউ অসুস্থ হয়ে পড়লে
# অসুস্থ কর্মীকে আইসোললেশনে রাখতে হবে।
# অফিসের কর্তাকে ১০৭৫ হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে।
# কোনও কর্মীর কোভিড উপসর্গ দেখা দিলে তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের ওপরে নজর রাখতে হবে।