২০ লক্ষের প্রতিশ্রুতি দিয়ে রোহিতের মাকে দিয়ে রাজনীতি, দাবি পীযূষের
গোটা বিষয়টি অস্বীকার করেছেন রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা।
নিজস্ব প্রতিবেদন: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে ফের উত্তাপ দিল্লির রাজনীতিতে। দিন কয়েক আগেই একটি খবরে প্রকাশিত হয়, বিজেপির বিরুদ্ধে মিথ্যাচার করতে রোহিত ভেমুলার মাকে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। এই খবরকে হাতিয়ার করেই বুধবার কংগ্রেসকে একহাত নিল বিজেপি। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন,''রোহিতের মা রাধিকা ভেমুলাকে রাজনীতির জন্য ব্যবহার করেছে বিরোধীরা।''
পীযূষ গোয়েলের কথায়, ''রোহিত ভেমুলার মায়ের বয়ান পড়ার পর থেকে চিন্তিত হয়ে পড়েছি। কত দিন এনিয়ে বিরোধীরা রাজনীতি করবে? আর্থিকভাবে স্বচ্ছল নয় ওই পরিবার। রাজনৈতিক কারণে বিধ্বস্ত মাকে আর্থিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।'' পীযূষ আরও বলেন, ''ওই ঘটনার অপব্যাখ্যা করার জন্য রোহিত ভেমুলার মাকে ২০ লক্ষ টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। সেই প্রতিশ্রুতি রাখেনি।এটা নিন্দাজনক।'' কংগ্রেসকেও কাঠগড়ায় তুলেছেন পীযূষ গোয়েল। তাঁর কথায়, ''কংগ্রেস সভাপতি রোহিতের পরিবারকে মঞ্চে তুলে বক্তব্য রাখতে বলেছিলেন। এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা ফাঁস হয়ে গিয়েছে। এই ধরনের রাজনীতি করার জন্য ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীর।''
I was anxious after reading Rohith Vemula's mother's statement. Till when some opposition parties will continue politics over it? The family is not financially stable & fake assurance of money was provided to a distressed mother for political purposes: Piyush Goyal pic.twitter.com/uc9BYlOpGt
— ANI (@ANI) June 20, 2018
Indian Union Muslim League made fake promises to provide them Rs 20 lakh & asked them (Rohith Vemula's family) to address their rallies & misrepresent the unfortunate incident & then not completed that promise. This is condemnable: Piyush Goyal pic.twitter.com/fFLkc9mJK1
— ANI (@ANI) June 20, 2018
I received info that even Congress President took them (Vemula's family) to stages & asked them to make statements. It should be exposed what was the intention behind it & what was offered. Rahul Gandhi should apologise for doing petty politics on pillar of lies: Piyush Goyal pic.twitter.com/jG7MPxbxjB
— ANI (@ANI) June 20, 2018
The statements of Rohith Vemula's mother are all before us, I believe there was an effort made to pressurise the mother to retract from what she had said, probably again on the pretext of giving her some money: Piyush Goyal pic.twitter.com/Icp8iO4X59
— ANI (@ANI) June 20, 2018
তবে গোটা বিষয়টি অস্বীকার করে রোহিত ভেমুলার মায়ের দাবি, আইইউএমএল তাঁকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। বিজেপি ও নরেন্দ্র মোদীই রোহিতের হত্যাকারী। যে কোনও মঞ্চেই বিজেপির বিরোধিতা করবেন তিনি।
আরও পড়ুন- ডুবন্ত জাহাজ ছেড়ে পালাচ্ছেন প্রতিভাবানরা, খোঁচা রাহুলের