দাগী মন্ত্রীদের মন্ত্রিসভায় রাখা নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দিল সুপ্রিম কোর্ট

ফৌজদারি মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে কোনও রায় দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের মতে, ফৌজদারি মামলায় অভিযুক্তেরা মন্ত্রিসভায় থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র প্রধানমন্ত্রীর কিংবা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর রয়েছে।

Updated By: Aug 27, 2014, 12:36 PM IST
দাগী মন্ত্রীদের মন্ত্রিসভায় রাখা নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: ফৌজদারি মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে কোনও রায় দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের মতে, ফৌজদারি মামলায় অভিযুক্তেরা মন্ত্রিসভায় থাকবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র প্রধানমন্ত্রীর কিংবা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর রয়েছে।

২০০০ সালে ইউপিএ ক্যাবিনেট থেকে লালুপ্রসাদ যাদব এবং আরও তিন মন্ত্রীর বহিষ্কার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এক ব্যক্তি। সেই আবেদন খারিজ হয়ে গেলেও, পরে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। দশ বছর পর সেই রায় দিল সর্বোচ্চ আদালত। মন্ত্রিসভা গঠন নিয়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলেও, সুপ্রিম কোর্টের মতে ফৌজদারি অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের মন্ত্রিসভায় না রাখাই ভাল।

বিচারপতিদের পর্যবেক্ষণ, সংবিধানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের প্রতি অসীম আস্থা রাখা হয়েছে। সেই আস্থার মর্যাদা দিতেই তাঁদের এমন কাউকে মন্ত্রিসভায় রাখা উচিত নয়, যাঁদের বিরুদ্ধে আইনভঙ্গ এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে এ নিয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীদেরই দিয়েছে সুপ্রিম কোর্ট।

.