ফের আক্রান্ত আন্না সমর্থকরা, প্রশান্ত ভূষণের হামলাকারীদের জেল
প্রশান্ত ভুষণের ওপর হামলার ঘটনায় তিন অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত।
প্রশান্ত ভুষণের ওপর হামলার ঘটনায় তিন অভিযুক্তকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত। বুধবার প্রশান্ত ভুষণের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ইন্দর বর্মাকে। বৃহস্পতিবার সকালে অন্য দুই অভিযুক্ত, তেজিন্দর সিং বগ্গা ও বিষ্ণু গুপ্তাকে গ্রেফতার করা হয়। বাবা খরক সিং মার্গের কাছ থেকে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিস। একসময়ের বিজেপি যুবমোর্চার সদস্য বগ্গা বছর দুয়েক আগে দল ছেড়ে বেরিয়ে আসে। ভগত্ সিং ক্রান্তি নামে নতুন দল গঠন করে । বৃহস্পতিবার প্রশান্ত ভূষণের ওপর হামলাকারীদের দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হয়। ওইসময় আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুনানি চলাকালীন আদালত চত্বরে স্লোগান দিতে শুরু করেন শ্রীরাম সেনার সমর্থকরা। উপস্থিত আন্না সমর্থকরা তার প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে গোলমাল বেঁধে যায়। সেখানে উপস্থিত আন্না সমর্থকদের ব্যাপক মারধর করে হামলাকারীদের সমর্থকরা। এই ঘটনা নিয়েও জল গড়িয়েছে। ঘটনার নিন্দা করেছেন আন্না হাজারে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হয়েছেন মহারাষ্ট্রের বিশিষ্ট সমাজসেবী। এই নিয়ে প্রধানমন্ত্রীকে আন্না হাজারে চিঠি লিখছেন বলেও জানা গেছে।