উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগে ভিএইচপি রাম মন্দির ইস্যুতে একটি কথাও বলবে না: প্রবীন তোগাড়িয়া
অযোদ্ধার বিতর্কিত রাম মন্দির ও উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আজ 'তাত্পর্যপূর্ণ' মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) কার্যকারী সভাপতি প্রবীন তোগাড়িয়া। এই গোঁড়া হিন্দু নেতা আজ বলেছেন, "আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভিএইচপি রাম মন্দিরের বিষয়ে একটি কথাও বলবে না।"
ওয়েব ডেস্ক: অযোদ্ধার বিতর্কিত রাম মন্দির ও উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে আজ 'তাত্পর্যপূর্ণ' মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) কার্যকারী সভাপতি প্রবীন তোগাড়িয়া। এই গোঁড়া হিন্দু নেতা আজ বলেছেন, "আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভিএইচপি রাম মন্দিরের বিষয়ে একটি কথাও বলবে না।"
আরও পড়ুন- মেহবুবা মুফতিকে কুকুরের লেজ বললেন সুব্রহ্মণ্যম স্বামী
উল্লেখ্য, এর আগে তোগাড়িয়াকে বলেতে শোনা গেছে যে ভিএইচপি অযোদ্ধায় রাম মন্দির প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেছিলেন, "অযোদ্ধায় রাম মন্দির তৈরি হবেই, এটা সুনিশ্চিত।" সম্প্রতি, বিহারে মদ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে মুক্ত কণ্ঠে সমর্থন করেছেন তোগাড়িয়া এবং এবিষয়ে বিহার সরকারের ভূয়সি প্রশংসাও ঝড়ে পড়েছে তাঁর গলায়।