বেনামি সম্পত্তি লেনদেনের অভিযোগে লালুপ্রসাদের বিরুদ্ধে ২২ জায়গায় আয়কর হানা

১ হাজার কোটি টাকার বেনামি জমি লেনদেনের অভিযোগে লালুপ্রসাদ যাদবের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে দিল্লি, গুরুগ্রামের ২২টি জায়গায় আয়কর হানা। আয়কর দফতরকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএনআই।

Updated By: May 16, 2017, 10:53 AM IST
বেনামি সম্পত্তি লেনদেনের অভিযোগে লালুপ্রসাদের বিরুদ্ধে ২২ জায়গায় আয়কর হানা

ওয়েব ডেস্ক: ১ হাজার কোটি টাকার বেনামি জমি লেনদেনের অভিযোগে লালুপ্রসাদ যাদবের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে দিল্লি, গুরুগ্রামের ২২টি জায়গায় আয়কর হানা। আয়কর দফতরকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএনআই।

 

এদিকে, আজই পি চিদম্বরমের বাড়িতেও সিবিআই তল্লাসি শুরু করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর চেন্নাইয়ের বাড়িতে আজ একযোগে হানা দেয় আয়কর দফতরও। মোট ১৬ জায়গায় তল্লাসি চলছে। ২০০৮ সালে অর্থের বিনিময়ে আইএনএক্স সংবাদমাধ্যমকে ছাড়পত্র দেওয়া নিয়ে বিতর্কে জড়ান চিদম্বরম। অভিযোগ ওঠে, ছাড়পত্র দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন চিদম্বরমের ছেলে কার্তি। উল্লেখ্য, আইএনএক্স-এর  সঙ্গে যুক্ত ছিলেন পিটার ও ইন্দ্রাণী মুখার্জি। শিনা বোরা হত্যা মামলায় দুজনেই এখন জেল খাটছেন।

তবে, ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে চিদম্বরমকে। অভিযোগ কংগ্রেসের।

 

আরও পড়ুন- মোদীকে লোকসভা ভাঙার চ্যালেঞ্জ লালুপ্রসাদের

.