ল্যান্ডিংয়ের সময় এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা ফেটে গেল,বরাত জোরে রক্ষা পেল বড় দুর্ঘটনা
ল্যান্ডিংয়ের সময় বিপত্তি,তবু বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান।
![ল্যান্ডিংয়ের সময় এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা ফেটে গেল,বরাত জোরে রক্ষা পেল বড় দুর্ঘটনা ল্যান্ডিংয়ের সময় এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা ফেটে গেল,বরাত জোরে রক্ষা পেল বড় দুর্ঘটনা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/16/28119-ar500.jpg)
ওয়েব ডেস্ক: ল্যান্ডিংয়ের সময় বিপত্তি, তবু বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান। তিরুবন্তনপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে মলদ্বীপের রাজধানী মেল থেকে আসা এয়ার ইন্ডিয়ার এয়ার বাস-৩২০ দুর্ঘটনার মুখে পড়ে। ল্যান্ডিংয়ের সময় প্লেনের 'রেয়ার টায়ার'ফেটে যায়।
তবে বিমান চালকের তত্পরতায় বিমানের মধ্যে থাকা ১৫২ জন যাত্রী ও কর্মীরা সুরক্ষিত অবস্থায় ফেরেন। কী কারণে বিমানের চাকা ফাটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক অনুমান ল্যান্ডিংয়ের সমস্যা বা চাকার প্রেসারে তারতম্য হওয়ায় এই ঘটনা ঘটেছে। বিমান মন্ত্রকের ডাইরেক্টর জেনারেলকে এই ঘটনার বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে।