সাত দিনের মধ্যে সরাতে হবে যাবতীয় Pornographic Content, টুইটারকে কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের

দিল্লি পুলিসের কাছেও এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে রেখেছে মহিলা কমিশন।

Updated By: Jun 30, 2021, 09:32 PM IST
সাত দিনের মধ্যে সরাতে হবে যাবতীয় Pornographic Content, টুইটারকে কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের

নিজস্ব প্রতিবেদন: এক সপ্তাহের মধ্যে সমস্ত অশ্লীল বিষয়পত্র সরিয়ে ফেলতে হবে। এমনই নির্দেশ দারি করল জাতীয় মহিলা কমিশন। না সরালে কড়া পদক্ষেপ করা হবে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

The National Commission for Women (NCW) এক নির্দেশ জারি করে জানিয়েছে, Twitter-কে সাতদিনের মধ্যে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে হবে তার যাবতীয় pornographic content।

এ বিষয়ে NCW একটি লিখিত বক্তব্যও Delhi Police Commissioner-এর কাছে পাঠিয়েছে, যাতে বলা হয়েছে, এর অন্যথা হলে তারা যেন টুইটারের বিরুদ্ধে প্রয়োজনীয়  আইনি ব্যবস্থা গ্রহণ করে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরকে এ বিষয়ে একটি চিঠিও দিয়েছেন। এবং এ বিষয়ে তাদের দিক থেকে কী পদক্ষেপ করা হল তা-ও কমিশনকে ১০ দিনের মধ্যে জানাতে হবে বলে টুইটারকে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে: সুপ্রিম কোর্ট

Twitter-এর বিরুদ্ধে child pornographic content সংক্রান্ত  বিষয়ে একটি এফআইআর দায়ের হওয়ার জেরেই এই নির্দেশ বলে জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রীদের অ্যাকাউন্ট বন্ধ হল কেন? ২ দিনের মধ্যে Twitter-কে জবাব দেওয়ার নির্দেশ

.