আরজেডি-র প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ছাপড়ায় প্রার্থী রাবরি দেবী, পাটলিপুত্রে লালুর মেয়ে মিসা
ভোটে দাঁড়াচ্ছেন লালু প্রসাদের মেয়ে। বিহারের পাটলিপুত্র থেকে আরজেডির প্রার্থী লালু প্রসাদের বড় মেয়ে মিসা ভারতী। বৃহস্পতিবার আরজেডি প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় ২৩ জনের মধ্যে নাম রয়েছে মিসার। ছাপড়া কেন্দ্রে প্রার্থী লালুপত্নী ও বিহারের তিন বারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী।
ভোটে দাঁড়াচ্ছেন লালু প্রসাদের মেয়ে। বিহারের পাটলিপুত্র থেকে আরজেডির প্রার্থী লালু প্রসাদের বড় মেয়ে মিসা ভারতী। বৃহস্পতিবার আরজেডি প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় ২৩ জনের মধ্যে নাম রয়েছে মিসার। ছাপড়া কেন্দ্রে প্রার্থী লালুপত্নী ও বিহারের তিন বারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী।
মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি বা মিসা-র নাম অনুসারে নিজের বড় মেয়ের নাম রেখেছিলেন লালু। জরুরি অবস্থার সময় মিসার আওতায়েই জেলে গিয়েছিলেন তিনি। তাঁর ৯ সন্তানের মধ্যে মিসাই সবথেকে বড়। দুই ছেলে তেজ প্রতাপ যাদব ও তেজস্বী ইতিমধ্যেই সক্রিয় ভাবে রাজনীতিতে রয়েছেন। এ দিন লালু বলেন, জনপ্রিয়তার খাতিরে আমি মেয়েকে নির্বাচনের টিকিট দিলাম। অন্যদিকে প্রার্থী তালিকায় নাম না থাকায় এ দিন পদত্যাগ করেছেন রাজ্যসভার সাংসদ রাম কৃপল যাদব।
এর আগে ছাপড়া ও পাটলিপুত্র থেকে ভোটে দাঁড়িয়েছেন লালু। ছাপড়ায় বিজেপির রাজীব প্রতাপ রুডিকে হারালেও পাটলিপুত্রে জনতা দলের রাজন প্রসাদ যাদবের কাছে হেরে যান তিনি। ২০১০ সালে রঘোপুর ও সোনপুর থেকে প্রার্থী ছিলেন রাবরি দেবী। দুই কেন্দ্র থেকেই হেরে যান তিনি। বিহারের মোট ৪০টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে প্রার্থী দেবে আরজেডি। কংগ্রেস লড়বে ১২টি কেন্দ্রে ও একটি কেন্দ্রে লড়বে এনসিপি।