খুনের ৪৮ ঘণ্টা পর পুলিসের জালে জেডিইউ বিধায়কের ছেলে
খুনের আটচল্লিশ ঘণ্টা পর পুলিসের জালে জেডিইউ বিধায়কের ছেলে। গতকাল রাতভর বিহার বিধান পরিষদের সদস্য মনোরমা
Updated By: May 10, 2016, 09:08 AM IST
![খুনের ৪৮ ঘণ্টা পর পুলিসের জালে জেডিইউ বিধায়কের ছেলে খুনের ৪৮ ঘণ্টা পর পুলিসের জালে জেডিইউ বিধায়কের ছেলে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/10/55051-rockyjadav10-5-16.jpg)
ওয়েব ডেস্ক: খুনের আটচল্লিশ ঘণ্টা পর পুলিসের জালে জেডিইউ বিধায়কের ছেলে। গতকাল রাতভর বিহার বিধান পরিষদের সদস্য মনোরমা
দেবীকে জেরার পর ভোররাতে তাঁর ছেলে রকি যাদবকে গ্রেফতার করে পুলিস। বোধগয়ায় রকির বাবা বিন্দি যাদবের কারখানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে গয়া পুলিস লাইনের কাছে রকির গুলিতে উনিশ বছরের আদিত্য সচদেব খুন হন বলে অভিযোগ। ওভারটেকিং নিয়ে বচসার জেরে রকি গুলি চালান বলে জানিয়েছে পুলিস। রকির বাবা বিন্দি যাদব এবং বিধায়ক মনোরমা দেবীর দেহরক্ষী রাজেশ কুমারকে আগেই গ্রেফতার করা হয়।