সমাজবাদী পার্টির সাংসদ ঘনিষ্ঠ ISI এজেন্ট গ্রেফতার

ভারতের বিদেশ দফতরের গোপন তথ্য পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকদিন ধরেই। তদন্তে উঠে এসেছে বেশ কয়েকটি তথ্য। আর সেই তথ্য অনুসারে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। এদিকে, আজ সকালে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত ব্যক্তি সমাজবাদী পার্টির সাংসদ চৌধুরী মুন্নাওয়ার সালেম-এর ঘনিষ্ঠ বলে জানা গেছে। ধৃতের নাম ফারহাত বলে জানা গেছে।

Updated By: Oct 29, 2016, 03:50 PM IST
সমাজবাদী পার্টির সাংসদ ঘনিষ্ঠ ISI এজেন্ট গ্রেফতার

ওয়েব ডেস্ক : ভারতের বিদেশ দফতরের গোপন তথ্য পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছিল কয়েকদিন ধরেই। তদন্তে উঠে এসেছে বেশ কয়েকটি তথ্য। আর সেই তথ্য অনুসারে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। এদিকে, আজ সকালে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত ব্যক্তি সমাজবাদী পার্টির সাংসদ চৌধুরী মুন্নাওয়ার সালেম-এর ঘনিষ্ঠ বলে জানা গেছে। ধৃতের নাম ফারহাত বলে জানা গেছে।

আরও পড়ুন- কাঠুয়ার সীমান্তে ফের মর্টার হামলা পাক রেঞ্জার্সের

গত বুধবার এই ঘটনায় ভারতে পাক হাইকমিশনের ভিসা অফিসার মেহমুদ আখতারকে গ্রেফতার করা হয়। যদিও, তাঁকে কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়। তবে, সেই ঘটনার তদন্তে নেমেই আরও তথ্য জোগাড় করে পুলিস ও গোয়েন্দারা। তারই ভিত্তিতে গ্রেফতার করা হয় ফারহাতকে।

পুলিস জানিয়েছে ফারহাত ISI এজেন্ট হিসেবে কাজ করতো। আর সেখানেই গোপন তথ্য পাচার করতো সে।

.