প্রণবের সঙ্গে মুখোমুখি বিতর্ক চাইলেন সাংমা
বিজেপির সমর্থনে বলীয়ান পূর্ণ অ্যাজিটক সাংমা এবার `বাগযুদ্ধে` নামার চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রণব মুখোপাধ্যায়কে। পাশাপাশি দলত্যাগী এনসিপি নেতা এদিন জানিয়েছেন, তিনি আশা করেন উত্তর-পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে `বিবেক ভোট` পাবেন তিনি।
বিজেপির সমর্থনে বলীয়ান পূর্ণ অ্যাজিটক সাংমা এবার `বাগযুদ্ধে` নামার চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রণব মুখোপাধ্যায়কে। পাশাপাশি দলত্যাগী এনসিপি নেতা এদিন জানিয়েছেন, তিনি আশা করেন উত্তর-পূর্ব ভারতের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে `বিবেক ভোট` পাবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মুখোমুখি রাজনৈতিক বিতর্কে নামার রেওয়াজ থাকলেও ভারতে এ ধরনের কোনও নজির নেই। তবে কেন এমন প্রস্তাব দিলেন লোকসভার প্রাক্তন স্পিকার? সাংমার নিজের ব্যাখ্যা, গণতন্ত্র মানেই বিতর্কের অবকাশ। আর তাই অগ্রজ রাজনীতিক হিসেব প্রণব মুখোপাধ্যায়কে সম্মান করলেও তাঁকে মুখোমুখি বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বিজেডি, এআইএডিএমকে`র পাশাপাশি বিজেপি এবং শিরোমনি অকালি দলের সমর্থন পাওয়ার ফলে রাইসিনা হিলের দৌড়ে সম্মানজনক পরাজয়টুকু অন্তত নিশ্চিত করেছেন পি এ সাংমা। এই পরিস্থিতিতে তাঁর লক্ষ্য রাজনৈতিকভাবে আপাত উত্তাপহীন রাষ্ট্রপতি নির্বাচনের উত্তেজনার পারদটা আরও উচ্চগ্রামে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে সংসদীয় ও পরিষদীয় সংখ্যাতত্ত্বের হিসেবে অনেক এগিয়ে থাকা ইউপিএ প্রার্থীকে কিছুটা চাপে ফেলা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়ানো সাংমাকে সমর্থন করার ফলে বিজেপির অন্দরমহলে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। তাঁর পরাজয়ের প্রভাব যাতে আগামী ২০১৪-র লোকসভা ভোটে দলের ফলাফলের উপর না পড়ে সেদিকে লক্ষ্যে রেখে রাষ্ট্রপতি ভোটের প্রচারপর্বে সাংমাকে সামনে রেখে ইউপিএ সরকারের ব্যর্থতাগুলি জনসমক্ষে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন নীতিন গডকড়ি-অরুণ জেটলিরা।