রাজ্যপালদের অপসারণ নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের অপসারণ নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। ছয় সপ্তাহের মধ্যে কেন্দ্রকে ওই রিপোর্ট দিতে হবে। উত্তরাখণ্ডের রাজ্যপাল আজিজ কুরেশির এক আবেদনের জেরে ওই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কেন্দ্র তাঁকে ইস্তফার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন কুরেশি।

Updated By: Aug 21, 2014, 03:13 PM IST
রাজ্যপালদের অপসারণ নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের অপসারণ নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। ছয় সপ্তাহের মধ্যে কেন্দ্রকে ওই রিপোর্ট দিতে হবে। উত্তরাখণ্ডের রাজ্যপাল আজিজ কুরেশির এক আবেদনের জেরে ওই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কেন্দ্র তাঁকে ইস্তফার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন কুরেশি।

এরই প্রতিবাদে আজিজ কুরেশি আদালতের দ্বারস্থ হন। কয়েকটি রাজ্যের রাজ্যপালদের সরাতে কেন্দ্রীয় সরকারের তত্‍পরতা নিয়ে আগেই বিতর্ক দানা বেঁধেছিল।

শীলা দীক্ষিত থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের অপসারণ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এরপর বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা পদত্যাগ করেন। পশ্চিমবঙ্গেও রাজ্যপাল পরিবর্তন হয়।

.