নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ! অশান্তির আশঙ্কায় বেঙ্গালুরুতে জারি ১৪৪ ধারা
এর মধ্যেই বৃহস্পতিবার থেকে CAA এবং NRC-র বিরু্দধে একাধিক সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল বেঙ্গালুরুতে।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে আইনে পরিণত হতেই দেশজুড়ে এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। অশান্তির আশঙ্কায় এবার বেঙ্গালুরু-সহ কর্নাটকের বিভিন্ন জায়গায় জারি হল কার্ফু। আজ সকাল ৬টা থেকে ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন পুলিস কমিশনার ভাস্কর রাও।
A 'bandh' has been called by consortium of Left wing & Muslim organisations tomorrow in Karnataka. Bengaluru Police Commissioner Bhaskar Rao says, "Section 144 to be imposed throughout Bengaluru including Rural district from tomorrow 6 am for the next 3 days". (file pic) pic.twitter.com/F9pCfM3xri
— ANI (@ANI) December 18, 2019
জামিয়া মিলিয়া এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে বেঙ্গালুরুতেও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পড়ুয়ারা। এর মধ্যেই বৃহস্পতিবার থেকে CAA এবং NRC-র বিরু্দধে একাধিক সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল বেঙ্গালুরুতে। ইতিমধ্যেই বিক্ষোভ ঘিরে দেশের বিভিন্ন শহরে অশান্তি চলছে। বেঙ্গালুরুতে আসন্ন বিক্ষোভ কর্মসূচি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছিলেন পুলিস কমিশনার ভাস্কর রাও। তিনি আশঙ্কা করেন, এই ধরনের বিক্ষোভ থেকে বেঙ্গালুরুতে অশান্তি ছড়াতে পারে। ফলে ধর্নার অনুমতি দেওয়া হলেও কোনও মিছিলের অনুমতি যে পুলিস দেবে না তা আগেই ঘোষণা করেছিলেন তিনি। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করা হল। যার ফলে ৫ জনের বেশি ব্যক্তির সমাবেশ, মিটিং-মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি হল।
আরও পড়ুন- "সানাকে এই সবের মধ্যে জড়াবেন না..." সোশ্যাল মিডিয়ায় আর্জি সৌরভের