পাইথনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যা ঘটল!!
সেলফি তোলার নেশায় পাগলামি বন্ধ হচ্ছে না কিছুতেই। এই যেমন রাজস্থানের মাউন্ট আবুতে যে ঘটনাটি ঘটল। কোথা থেকে এক পাইথনকে ধরে ছিলেন স্থানীয় কয়েকজন। চলছিল পোজ দিয়ে মোবাইলে ছবি তোলা পর্ব। হঠাত্ই মোবাইল মালিকের খেয়াল হল পাইথনের সঙ্গে সেলফি তুলবেন তিনি।
![পাইথনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যা ঘটল!! পাইথনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যা ঘটল!!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/23/66623-531717-python-selfie.jpg)
ওয়েব ডেস্ক : সেলফি তোলার নেশায় পাগলামি বন্ধ হচ্ছে না কিছুতেই। এই যেমন রাজস্থানের মাউন্ট আবুতে যে ঘটনাটি ঘটল। কোথা থেকে এক পাইথনকে ধরে ছিলেন স্থানীয় কয়েকজন। চলছিল পোজ দিয়ে মোবাইলে ছবি তোলা পর্ব। হঠাত্ই মোবাইল মালিকের খেয়াল হল পাইথনের সঙ্গে সেলফি তুলবেন তিনি।
ক্রমশ কাছে এগিয়ে আসছে মোবাইল ক্যামেরা। এগিয়ে আসছেন মোবাইলের মালিক। এক হাত দূরত্বের মধ্যে হঠাত্ই বিপত্তি। সেলফিওয়ালাকে ছোবল পাইথনের। আঘাত ভালই। তবে একেবারে পাইথনের চোয়ালবন্দি হওয়ার আগে ছিটকে গেলেন সেলফিওয়ালা। কোনওক্রমে বাঁচল প্রাণ। দেখুন সেই ভিডিওটি,
#WATCH Mount Abu (Rajasthan): Selfie with a python? Think again... pic.twitter.com/rHxLbL1SwH
— ANI (@ANI_news) September 23, 2016