দল ছেড়ে নবনির্মাণ সেনার ৬ কাউন্সিলর শিবসেনায়, বিপাকে রাজ ঠাকরে
ওয়েব ডেস্ক: রাজ ঠাকরেকে জোর ধাক্কা দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ৬ কাউন্সিলর। দল ছেড়ে তাঁরা যোগ দিচ্ছেন শিবসেনায়। দিলীপ লাণ্ডের নেতৃত্বে ওই ৬ কাউন্সিলর কোঙ্কন ডিভিশনাল কমিশনারকে দল ছাড়ার কথা চিঠি দিয়ে জানিয়েছেন। ফলে বৃহন্মুমই পুরসভায় ৭ এমএনএস কাউন্সিলরের মধ্যে এখন রাজের হাতে রইল মাত্র একজন।
দল ছাড়ার ঘোষণায় জোর ধাক্কা খেয়েছে নবনির্মাণ সেনা। দলের নেতা বালা নান্দগাঁওকর সংবাদমাধ্যমে দলত্যাগী কাউন্সিলরদের মুণ্ডপাত করে বলেছেন, "বিশ্বাসঘাতকদের উচিত শিক্ষা দেওয়া হবে।" তবে শিবসেনাকে শেষপর্যন্ত মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সাহায্যও নিতে হল।
অারও পড়ুন-দিল্লিতে বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রাখল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, বৃহন্মুমই পুর নির্বাচনে কাউন্সিলর কেনাবেচার অভিযোগ তুলেছিল বিজেপিও। মুম্বই পুরসভার নির্বাচনের পরই বিজেপি নির্বাচন কমিশনে গিয়ে এনিয়ে অভিযোগও জানায়। এ বিষয়ে বলতে গিয়ে বিজেপি সাংসদ কীর্তি সোমাইয়া মন্তব্য করেছিলেন, আমাদের জোট সঙ্গীই আমাদের ৪ কাউন্সিলরকে অপহরণ করার চেষ্টা করেছিল। দল ছাড়ার জন্য তাদের ২-৪ কোটি টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। ঘাটকোপারের এক কাউন্সিলর আমার কাছে তা ফাঁস করে দিয়েছেন।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ৬ কাউন্সিলর শিবসেনায় যোগ দিলে বিএমসিতে শিবসেনার কাউন্সিলর সংখ্যা গিয়ে দাঁড়াবে ৯০। বিজেপির কাউন্সিলর সংখ্যা হবে ৮২। ফলে চাপে পড়তে চলেছে বিজেপিও।