রাস্তায় ঝুলছিল তার, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ হাতির
রাস্তাতেই মাথার ওপরে ঝুলেছিল বিদ্যুতের তার। ওই তারে লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭টি হাতির
![রাস্তায় ঝুলছিল তার, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ হাতির রাস্তায় ঝুলছিল তার, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ হাতির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/10/27/150277-2.jpg)
নিজস্ব প্রতিবেদন: মর্মান্তিক বললেও কম বলা হয়। রাতের অন্ধকারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৭টি হাতির।
আরও পড়ুন-প্রয়াত তৃণমূলের প্রথম বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়
শুক্রবার রাতে ওড়িশার ধেঙ্গানাল জেলার কমলাঙ্গা গ্রামে একটি নালার পাস দিয়ে কমপেক্ষে ১৩টি হাতি রাস্তা পারাপার করছিল। রাস্তাতেই মাথার ওপরে ঝুলেছিল বিদ্যুতের তার। ওই তারে লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭টি হাতির। পূর্ণবয়স্ক ওইসব হাতি পাশের একটি নালায় পড়ে যায়। সকালে ওইসব হাতির মৃতদেহগুলি দেখতে পায় গ্রামের মানুষজন।
হাতি মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন বন দফতরের অফিসাররা। কারা ওই বিদ্যুতের তার ঝুলিয়ে রেখেছিল তা নিয়ে তদন্ত হচ্ছে।
আরও পড়ুন-১৫ বছরের সংসার! মুহূর্তে 'মায়া' ত্যাগ করে গৃহবধূ নিলেন চরম সিদ্ধান্ত
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ঝাড়সুগদা জেলায় ট্রেনে কাটা পড়ে মারা যায় ৪টি হাতি। বারমা ও বাগডিহি স্টেশনের মাঝে তাদের পিষে দেয় ট্রেন। এদিন রাত সাড়ে তিনটে নাগাদ হাওড়া-মুম্বই মেল ওই ৪ হাতিকে ধাক্কা মারে।