পাক ভূখণ্ডে আত্মগোপনকারী জঙ্গিদের ভারতে প্রত্যর্পণের পক্ষে সওয়াল আবের

Updated By: Sep 14, 2017, 05:52 PM IST
পাক ভূখণ্ডে আত্মগোপনকারী জঙ্গিদের ভারতে প্রত্যর্পণের পক্ষে সওয়াল আবের

ওয়েব ডেস্ক : ভারতের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে বিঁধলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ২৬/১১-র মুম্বই হামলা, পাঠানকোট হামলায় অভিযুক্ত জঙ্গিদের ভারতে প্রত্যর্পণের জন্য একযোগে সওয়াল করলেন  মোদী-আবে।

সবরমতী রেল স্টেশনে বুলেট ট্রেনের শিলান্যাসের পর মহাত্মা মন্দিরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়। যার মধ্যে অন্যতম প্রসঙ্গ ছিল সন্ত্রাস ইস্যু। কথা হয় আল কায়দা, আইসিস, জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার মত বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে দমন নীতি নিয়ে। সন্ত্রাস দমন ইস্যুতে সহমত হন দুই নেতাই। একইসঙ্গে সন্ত্রাস ইস্যুতে একহান নেন পাকিস্তানকে। পাকিস্তানের মাটিতে আত্মগোপনকারী জঙ্গিদের ভারতকে প্রত্যর্পণের জন্য সওয়াল করেন আবে।

আরও পড়ুন, ১ লাখ ১০ হাজার কোটির খরচ, ২০২২-এই ভারতে ছুটবে বুলেট ট্রেন

.