'জনসাধারণের টাকা'য় মোদীর বিদেশ সফরের খরচ ঠিক এতটাই!
সরকারে এসেছেন মাত্র ২৬ মাস আগে। আর এর মধ্যেই ৫১টি দেশে ঘুরে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুটা বন্ধুত্বতা বাড়াতে, আবার কিছুটা লগ্নি টানতেও। খরচও করে ফেলেছেন বিদেশ সফর বাবদ বরাদ্দকৃত অর্থের দুই-তৃতীয়াংশেরও বেশি।
ওয়েব ডেস্ক : সরকারে এসেছেন মাত্র ২৬ মাস আগে। আর এর মধ্যেই ৫১টি দেশে ঘুরে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুটা বন্ধুত্বতা বাড়াতে, আবার কিছুটা লগ্নি টানতেও। খরচও করে ফেলেছেন বিদেশ সফর বাবদ বরাদ্দকৃত অর্থের দুই-তৃতীয়াংশেরও বেশি।
আরও পড়ুন- মোদী মন্ত্রিসভার মিটিং এবার থেকে 'নমো' অ্যাপে!
সরকারে আসার পর বিদেশ সফরের জন্য বরাদ্দ করা হয়েছিল ৯ কোটি টাকা। ইতিমধ্যেই খরচ হয়ে গেছে ৬.৪ কোটি টাকা। আর সেই টাকার সিংহভাগই গেছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে। খরচের মধ্যে আবার বিশেষভাবে বলতে হয় ২০১৫-তে মোদীর ফ্রান্স সফরের কথা। ২ কোটি টাকা খরচ হয় সেই সফরে।
তবে, ম্যাডিসন স্কোয়ারে নরেন্দ্র মোদীর প্রবাসী ভারতীয়দের সভায় কত টাকা করচ হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠছে, এত বিশাল পরিমাণ টাকা তো খরচ হল! কিন্তু কতটা কাজে এল সেই টাকা? উত্তরটা সময়ই ভালো দিতে পারবে।