আধারের সঙ্গে লিংক না করলে ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে যাবে সিম
ওয়েব ডেস্ক: আধারের সঙ্গে সিম লিংক করার সময়সীমা জানিয়ে দিল কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রক। জানানো হয়েছে, ওই দিনের মধ্যে আধার - নম্বরের সঙ্গে সিম লিংক করা না হলে বন্ধ হয়ে যাবে পরিষেবা। কথা বলা যাবে না ফোনে।
কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩১ জানু্য়ারি ২০১৮-র মধ্যে আধারের সঙ্গে লিংক করতেই হবে সিম। নইলে ফেব্রুয়ারিতে যে কোনও সময় বন্ধ হয়ে যাবে পরিষেবা। সমস্ত সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে।
আরও পড়ুন - আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কি না, নিজেই চেক করুন
কেন্দ্রের দাবি, অপরাধী, প্রতারক ও সন্ত্রাসবাদীদের রুখতে এই নিয়ম লাগু হচ্ছে। এর ফলে যে কোনও সিম ব্যবহার করে কোনও অপরাধ ঘটলে তার মালিককে সহজেই চিহ্নিত করা যাবে। আধার ও সিম লিংকের ব্যাপারে গ্রাহকদের ই মেইল ও এসএমএসের মাধ্যমে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের বিচারপতি জেএস খেহর ও বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ এই কাজ করার জন্য কেন্দ্রকে ১ বছর সময় দিয়েছিল।