‘স্পিকার হিন্দু বিরোধী’, শপথ নিলেন না তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক

 সংবাদমাধ্যমে ওই বিধায়ক বলেন, ‘সবাই জানেন প্রোটেম স্পিকার এমন এক দলের বিধায়ক যাদের আর্দশই হল হিন্দু বিরোধিতা করা

Updated By: Jan 18, 2019, 03:04 PM IST
‘স্পিকার হিন্দু বিরোধী’, শপথ নিলেন না তেলেঙ্গানার একমাত্র বিজেপি বিধায়ক

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সব বিধায়ক শপথ নিলেও তেলঙ্গানায় স্পিকার মুমতাজ আহমেদের কাছে শপথগ্রহণ করলেন না রাজ্যের একমাত্র বিজেপি বিধায়ক রাজা সিং। কারণ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বিধায়ক মুমতাজ ‘হিন্দু বিরোধী’।

আরও পড়ুন-মঞ্চ তৈরি, ছবির মতো সেজে উঠেছে উনিশের ব্রিগেড

একের পর এক বিস্ফোরক সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য সুপরিচিত বিজেপি বিধায়ক রাজা সিং। তিনি আগেই ঘোষণা করেছিলেন যে তিনি মিম-এর বিধায়ক ও প্রোটেম স্পিকারের কাছ শপথ নেবেন না। বৃহস্পতিবার সেটাই করলেন তিনি। রাজ্যর বরিষ্ঠতম বিধায়ক মুমতাজ আহমেদকে প্রোটেম স্পিকার নিযুক্ত করেন চন্দ্রশেখর রাও। তার পরই ওই বিপত্তি।

রাজা সিং সংবাদমাধ্যমে বলেন, ‘সবাই জানেন প্রোটেম স্পিকার এমন এক দলের বিধায়ক যাদের আর্দশই হল হিন্দু বিরোধিতা করা। এই দল হিন্দুদের কোনও আদর্শকে সম্মান করেন না। হিন্দুদের নিকেশ করার কথা বলে। এদের কোনও নেতা ভারত মাতা কি জয় বা বন্দে মাতরম বলে না। ওরা যদি বন্দেমাতরম বলে তা হলে আমি প্রোটেম স্পিকারের কাছে শপথ নেব।’

আরও পড়ুন-উনিশের ব্রিগেড: সকাল থেকেই গরম ভাত-ডিমের ডালনায় পেট ভরানোর সুবন্দোবস্ত

শুক্রবার মুমতাজ আহমদের মেয়াদ শেষ হচ্ছে। রাজা সিং সংবাদমাধ্যমে বলেন, নতুন স্পিকার এলে আমি শপথ নেব। মিম ছাড়া আর কারও সঙ্গে আমার কোনও সমস্যা নেই।  

.