আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়!
মানসিক প্রতিবন্ধী মানুষদের চিকিৎসার ক্ষেত্রে কেউ যদি বিপিএল তালিকায় না থাকেনও তাঁরও বিনা খরচে চিকিৎসা করতে হবে
![আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়! আত্মহত্যার চেষ্টা আর শাস্তিযোগ্য অপরাধ নয়!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/02/122779-09.jpg)
নিজস্ব প্রতিবেদন: বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আত্মহত্যার চেষ্টাকারী ও মানসিক প্রতিবন্ধী শিশুদের চিকিৎসার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল মন্ত্রক।
মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট ২০১৭ আগেই পাস হয়েছিল। এবার তা নোটিশ দিয়ে জানি্যে দিল স্বাস্থ্যমন্ত্রক। ওই আইন অনুযায়ী আত্মহত্যার চেষ্টা এখন থেকে আর কোনও শাস্তিযোগ্য অপরাধ নয়।
আরও পড়ুন-ফের বিজেপি কর্মী 'খুনে'র খবরে ফোন করলেন উদ্বিগ্ন অমিত শাহ
শুধু তাই নয় নতুন আইন অনুযায়ী আত্মহত্যার চেষ্টাকারী ওই ব্যক্তি কেন আত্মঘাতী হতে চেয়েছিলেন তা খোঁজ করতে হবে। একইসঙ্গে তাঁর মানসিক অবসাদ কম করার চেষ্টা করতে হবে।
আরও পড়ুন-ইউনিয়ন রুমের মধ্যেই 'নগ্ন' করে মার, ভাইরাল করা হল ভিডিও
মানসিক প্রতিবন্ধী মানুষদের চিকিৎসার ক্ষেত্রে কেউ যদি বিপিএল তালিকায় না থাকেন তাঁরও বিনা ব্যায়ে সরকারকে চিকিৎসা করতে হবে। মানসিকভাবে অসুস্থ শিশুদের চিকিৎসায় অনেকসময় বৈদ্যুতিক শক দেওয়া হয়ে। তা এখন থেকে দেওয়া যাবে না।