তাজমহল কার? ওয়াকফ বোর্ডের কাছে শাহজাহানের স্বাক্ষরিত নথি চাইল সুপ্রিম কোর্ট
তাজমহলের মালিকানা দাবি করে আবেদন করেছে ভারতীয় সর্বেক্ষণ সংস্থা।
![তাজমহল কার? ওয়াকফ বোর্ডের কাছে শাহজাহানের স্বাক্ষরিত নথি চাইল সুপ্রিম কোর্ট তাজমহল কার? ওয়াকফ বোর্ডের কাছে শাহজাহানের স্বাক্ষরিত নথি চাইল সুপ্রিম কোর্ট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/04/11/117104-tajmahal.jpg)
নিজস্ব প্রতিবেদন: তাজমহলের মালিকানা কার? সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড তাজমহলের মালিকানা দাবি করার পর এখন এই প্রশ্নেই সরগরম আসমুদ্র হিমাচল। বোর্ডের এমন দাবি শুনে তাদের কাছে শাহজাহানের স্বাক্ষরিত নথি চেয়েছে শীর্ষ আদালত।
সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি, একটি ওয়াকফ নামায় তাদের সম্পত্তিটি দিয়েছিলেন শাহজাহান। ১৬৬৬ সালে মৃত্যু হয়েছিল মুঘল সম্রাটের। তাঁর স্বাক্ষরিত নথি ওয়াকফ বোর্ডের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট।
তাজমহল সৌধের মালিকানার দাবি করে ২০১০ সালে আর্জি করেছিল ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, ভারতের কেউ বিশ্বাস করবে না যে তাজমহল ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এটা আদালতের সময় নষ্ট ছাড়া আর কিছু নয়।
সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী ভি গিরি বলেন, শাহজাহান নিজেই তাজমহলকে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেন। তখনই এই সংক্রান্ত নথি দেখতে চান তিন বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, কীভাবে ওয়াকফনামায় স্বাক্ষর করতে পারেন শাহজাহান? কারণ, তিনি জেল থেকেই সৌধটি দেখতেন। উল্লেখ্য, ১৬৫৮ সালে আগ্রা দুর্গে শাহজাহানকে জেলবন্দি করেছিলেন তাঁরই ছেলে ঔরঙ্গজেব।
আরও পড়ুন- দেশের প্রথম ইলেকট্রিক লোকোমোটিভের সূচনা প্রধানমন্ত্রীর