গ্রেফতার সন্দেহভাজন পাক গুপ্তচর
নাম- নন্দলাল মেঘওয়াল। বসবাস- পাকিস্তানের সঙ্গওয়াল জেলায়। পেশা- চোরাচালান ও বেআইনি অস্ত্র ব্যবসা, আর সেখান থেকেই পাকিস্তানের গুপ্তচরবৃত্তিতে প্রবেশ বলে মনে করছে পুলিস।
![গ্রেফতার সন্দেহভাজন পাক গুপ্তচর গ্রেফতার সন্দেহভাজন পাক গুপ্তচর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/20/63742-pakspy.jpg)
ওয়েব ডেস্ক: নাম- নন্দলাল মেঘওয়াল। বসবাস- পাকিস্তানের সঙ্গওয়াল জেলায়। পেশা- চোরাচালান ও বেআইনি অস্ত্র ব্যবসা, আর সেখান থেকেই পাকিস্তানের গুপ্তচরবৃত্তিতে প্রবেশ বলে মনে করছে পুলিস।
আরও পড়ুন- কাশ্মীরে শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বর্হিভূত টাকা; তদন্তে NIA
বৃহস্পতিবার রাজস্থানের জৈসলমিরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় নন্দলালকে। পাকিস্তানের পাসপোর্ট এবং বৈধ ভিসা নিয়েই ভারতে ঢুকেছে এই সন্দেহভাজন পাক গুপ্তচর। তার কাছ থেকে একটা মাইক্রো এসডি কার্ড, সীমান্তের মানচিত্র এবং একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। পুলিস জানিয়েছে নন্দলাল মেঘওয়ালের কাছ থেকে উদ্ধার হওয়া মাইক্রো চিপে প্রচুর গোপন তথ্য পাওয়া গেছে। তাকে আরও জেরা করার জন্য রাজস্থানের জয়পুরে নিয়ে যাওয়া হবে।