দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসোনিক তেজস বিমান আসছে বায়ুসেনার হাতে
শিগিগিরই ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসোনিক তেজস যুদ্ধবিমান। আজই ইনিশিয়াল অপারেশনাল ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছে বিমানটি। তেজস বিশ্বের সবচেয়ে হাল্কা যুদ্ধবিমান।
শিগিগিরই ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসোনিক তেজস যুদ্ধবিমান। আজই ইনিশিয়াল অপারেশনাল ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছে বিমানটি। তেজস বিশ্বের সবচেয়ে হাল্কা যুদ্ধবিমান।
অবশেষে সত্যি হতে চলেছে তিরিশ বছর আগে দেখা এক স্বপ্ন। উনিশশো তিরিশ সালে প্রথম দেশীয় প্রযুক্তিতে একটি যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা নেয় ভারত। প্রকল্প পূর্ণাঙ্গ রুপ পাওযার পর দুহাজার তিনে যুদ্ধবিমানের নাম তেজস রাখেন অটল বিহারী বাজপেয়ী। তারপর কেটে গেছে আরও দশটি বছর। শুক্রবার তেজস পেল আকাশে উড়তে প্রয়োজনীয় অনুমতি।
তেজস পৃথিবীর সবচেয়ে হাল্কা যুদ্ধবিমান। আকাশে বায়ুচাপের তারতম্যের সঙ্গে চমতকার মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই বিমানের। ওড়ার অনুমতি মেলার পর এবার বাণিজ্যিকভাবে এই বিমান তৈরি করতে চলেছে হিন্দুস্তার অ্যারোনটিক্যাল লিমিটেড।