তেলেঙ্গানার দাবি নিয়ে দিল্লি এলেন চন্দ্রশেখর রাও
পৃথক তেলেঙ্গানা রাজ্যের আন্দোলনকে এবার হায়দরাবাদের পরিসর ছাডি়য়ে দেশর রাজধানী শহরে আনতে সচেষ্ট হলেন কলভাকুন্তলা চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে শুক্রবার গভীর রাতে দিল্লি এসে পৌঁছেছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র প্রধান। তাঁর সঙ্গেই দিল্লি এসেছেন, টিআরএস নেতৃত্বাধীন জয়েন্ট অ্যাকশন কমিটি`র বেশ কয়েকজন প্রথম সারির নেতা।
পৃথক তেলেঙ্গানা রাজ্যের আন্দোলনকে এবার হায়দরাবাদের পরিসর ছাডি়য়ে দেশর রাজধানী শহরে আনতে সচেষ্ট হলেন কলভাকুন্তলা চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে
সাক্ষাতের উদ্দেশ্যে শুক্রবার গভীর রাতে দিল্লি এসে পৌঁছেছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র প্রধান। তাঁর সঙ্গেই দিল্লি এসেছেন, টিআরএস নেতৃত্বাধীন জয়েন্ট অ্যাকশন কমিটি`র
বেশ কয়েকজন প্রথম সারির নেতা। এই তালিকায় রয়েছেন মধু গৌড় যাক্ষী সহ কয়েকজন কংগ্রেস নেতাও। টিআরএস সূত্রে জানান হয়েছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি লোকসভার বিরোধী
দলনেত্রী সুষমা স্বরাজের সঙ্গেও দেখা করবেন কে চন্দ্রশেখর রাও।
বেশ কিছুদিন শান্ত থাকার পর পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন ঘিরে ফের অশান্ত হয়ে উঠেছে তেলেঙ্গানা। গত ১৯ দিন ধরে চলছে, দফায় দফায় বিক্ষোভ-অবরোধ-বনধ।
এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের একটি দলীয় রিপোর্ট ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
এখনও কংগ্রেসের তরফে রিপোর্টটি প্রকাশ করা হয়নি। তবে সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার নিযুক্ত শ্রীকৃষ্ণ কমিটির রিপোর্টের বক্তব্য থেকে কিছুটা সরে এসে অন্ধ্র বিভাজনের পক্ষে সওয়াল
করেছেন আজাদ। ফলে রায়লসীমা এবং উপকূল অন্ধ্রের কংগ্রেস নেতাদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধার আশঙ্কা করছে কংগ্রেস হাইকম্যান্ড।
শুক্রবার গভীর রাত পর্যন্ত তেলেঙ্গানা সমস্যা নিয়ে দলের কোর গ্রুপের নেতাদের বৈঠক করেন সোনিয়া গান্ধি। যদিও অন্ধ্র ভাগের ব্যাপারে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেননি
দশ জনপথে উপস্থিত কংগ্রেস নেতারা।