নিজের বাড়িতেই আততায়ীর গুলিতে খুন প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ, নিন্দা মমতা, ইয়েচুরির
বেঙ্গালুরু: নিজের বাড়িতেই খুন হলেন প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ। ২০১৫ সালে প্রগতিশীল চিন্তাবিদ এবং গবেষক এমএম কালবুর্গির হত্যার দুবছরের মাথায় খুন হলেন অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ। পুলিস সূত্রের খবর আজ রাত ৮টা নাগাদ বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরে নিজের বাসগৃহের সামনেই তাকে গুলি করে খুন করে দুষ্কৃতিরা। দক্ষিণপন্থী রাজনীতির সমালোচক গৌরী লঙ্কেশের খুনে ইতিমধ্যেই শুরু হয়েছে হৈ হট্টগোল, নিন্দায় সরব নাগরিক সমাজ। গৌরী লঙ্কেশ খুনের নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটে তিনি জানান, "সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার ঘটনা দুর্ভাগ্যজনক। এই ঘটনা ইঙ্গিতবহ। আমরা গৌরী লঙ্কেশের হত্যার বিচার চাই।" সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তাঁর পরিবারও।
Saddened at the killing of journalist Gauri Lankesh in Bengaluru. Most unfortunate. Very alarming. We want justice
— Mamata Banerjee (@MamataOfficial) September 5, 2017
এই ঘটনার নিন্দা করেছেন সদ্য প্রাক্তন সাংসদ তথা সিপিএমের সম্পাদক সীতারাম ইয়েচুরি। "যেভাবে ঠাণ্ডা মাথায় গৌরি লঙ্কেশকে খুন করা হল তা নিন্দাজনক", টুইট ইয়েচুরির।
The cold-blooded murder of Gauri Lankesh is reprehensible. Dabholkar, Pansare, Kalburgi - such murderous violence has an eerie pattern. https://t.co/4m0fBtMa4F
— Sitaram Yechury (@SitaramYechury) September 5, 2017